কলকাতা

প্রবেশপথ বন্ধ, কাঁধে তুলেই নিয়ে যেতে হচ্ছে রোগীদের, নিমতা হাসপাতাল নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বরানগর: কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে। ফলে রাস্তার পাশে হাই ড্রেন তৈরির জন্য তৈরি করা হয়েছে বড় আকারের গর্ত। কয়েক মাস ধরে এই কাজ চলছে। যে কারণে নিমতা আরবান কমিউনিটি হেলথ সেন্টারে যাতায়াতের পথ কার্যত অবরুদ্ধ। ইনডোর পরিষেবা থাকা ৩০ বেডের এই হাসপাতালে কোনও অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। মুমূর্ষু রোগীদের রাস্তা থেকে পায়ে হাঁটিয়ে বা কোলে তুলে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। চিকিৎসকরাও হাসপাতাল ক্যাম্পাসের বাইরে গাড়ি রেখে হাসপাতালে ঢুকছেন। অবিলম্বে অ্যাম্বুলেন্স ঢোকার উপযোগী রাস্তা তৈরি করতে হবে, এই দাবিতে সরব স্থানীয়রা। পুর কর্তৃপক্ষ জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে।
জানা গিয়েছে, উত্তর দমদমের ৩৪ নম্বর ওয়ার্ডের এই কমিউনিটি হেলথ সেন্টারটি খুব গুরুত্বপূর্ণ। সে কারণে, কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া ছ’বেডের এই হাসপাতালকে লোকসভা ভোটের আগে ৩০ বেডে উন্নীত করা হয়। কল্যাণী এক্সপ্রেসওয়েতে কোনও দুর্ঘটনা ঘটলে আপৎকালীন পরিস্থিতির অন্যতম ভরসা এটি। এছাড়া বেশ কয়েকটি ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দা বিপদে পড়লে এই হাসপাতালেই দৌড়ে আসেন। কিন্তু কয়েক মাস ধরে গর্ত করে হাই ড্রেন তৈরির কাজ চলছে বলে অ্যাম্বুলেন্স দূরের কথা টোটো ও অটোর মতো ছোট গাড়ি পর্যন্ত ঢুকতে পারছে না। হাসপাতালের পিছনের অংশে থাকা একটি ছোট গেট দিয়ে গাড়ি ঢোকে না। শতরূপ দত্ত নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘কয়েক দিন আগে বৃদ্ধা মাকে কোলে করে হাসপাতালে নিয়ে আসতে হয়েছিল। হাসপাতাল গেট লাগোয়া রাস্তা দ্রুত ঠিক করার প্রয়োজন।’ উত্তর দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি সৌমেন দত্ত বলেন, ‘হাই ড্রেন তৈরির কাজ কয়েক মাস ধরে চলছে। ফলে সাধারণ মানুষ ও হাসপাতালের চিকিৎসকরা সমস্যায় পড়ছেন। হাসপাতাল ক্যাম্পাসে কোনও গাড়ি ঢুকতে পারছে না। আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছি।’ 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা