কলকাতা

বারুইপুরে রিল বানাতে গিয়ে বিপত্তি, সাড়ে ১৮ ঘণ্টা বাদে উদ্ধার কিশোরের দেহ

সংবাদদাতা, বারুইপুর: রবিবার বিকেলে নিকাশি পাম্পিং স্টেশনের সংরক্ষিত এলাকায় স্রোতের মতো জল বইছিল। সেই স্রোতের মুখে দাঁড়িয়ে রিল বানাতে গিয়ে ভেসে গিয়েছিল বছর পনেরোর মহম্মদ শামিম। মল্লিকপুরের বাসিন্দা সে। সাড়ে ১৮ ঘণ্টা বাদে সোমবার ওই পাম্পিং স্টেশনের জলের নীচে পাথরের ধার থেকে উদ্ধার হল তার মৃতদেহ। শোকের ছায়া নেমেছে পরিবারে। বারুইপুরের উত্তরভাগে এই পাম্পিং স্টেশনের পাঁচিল টপকে অবাধে ঢোকে বহিরাগতরা। এমনকী, বাইরে থেকে জেলের দল জোর করে ঢুকে মাছ ধরে এখানে। এই স্টেশনের ভিতরে সেচ দপ্তরের অফিস থাকে তালাবন্ধ। অভিযোগ, দপ্তরে কেউ আসে না। থাকে না কোনও নজরদারি। এ প্রসঙ্গে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার বলেন, খুব তাড়াতাড়ি এ নিয়ে মিটিং ডাকা হয়েছে। 
এদিকে, কিশোরের দেহ উদ্ধার করতে পুলিস ও প্রশাসন রাত থেকেই জোরদার তল্লাশি চালাচ্ছিল। শেষে এদিন বেলার দিকে তল্লাশি চালানোর সময় নজরে আসে জলের নীচে পাথরের কাছে আটকে আছে দেহ। এরপর পাম্প বন্ধ করে দেহটি উদ্ধার করা হয়। বারুইপুর থানার পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই পাম্পিং স্টেশনে নিরাপত্তাকর্মী আছেন মোট ১৪ জন। অভিযোগ, তাঁরা গত ৭-৮ মাস বেতন পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তাকর্মী বলেন, দুপুরের পর রোজই বহিরাগতদের ভিড় বাড়ে। তখন জলের স্রোতও বেশি থাকে। কেউ কেউ সেলফি তোলে, রিল বানায়। গেট বন্ধ থাকলে পাঁচিল টপকে বা উত্তরভাগ সেতুর পাশ দিয়ে চলে আসে ভিতরে। এমনও দিন গিয়েছে, তারা লাঠি হাতে তাড়া করেছে নিরাপত্তা কর্মীদের। এর ভিতরেই উত্তরভাগ মেকানিক্যাল ও ইলেকট্রিকাল সাব ডিভিশন অফিস আছে। কিন্তু তা তালা বন্ধই থাকে। ফলে পাম্পিং স্টেশনে কী হচ্ছে, সেদিকে কারও নজরদারি নেই।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা