কলকাতা

সরিয়ে রাখা গ্যাস সিলিন্ডার উধাও! অগ্নিকাণ্ডের সুযোগ নিয়ে চুরির অভিযোগে চাঞ্চল্য ধাপায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ধাপার যেখানে মোবিলের গোডাউনে  আগুন লাগে, তার পাশেই রেবতী পালের পাকা বাড়ি। পাশাপাশি দু’টি দেওয়ালের মাঝে ব্যবধান মাত্র এক হাত। গুদাম যখন দাউদাউ করে জ্বলছে, তখন কোলের সন্তান নিয়ে নিরাপদ জায়গায় চলে এসেছিলেন রেবতীদেবী। সেই সঙ্গে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় তিনি তাঁর বাড়ির রান্নার গ্যস সিলিন্ডারও সরিয়ে রেখেছিলেন নিরাপদ জায়গায়। কিছুক্ষণের মধ্যে গোডাউনের ইটের দেওয়াল ভেঙে পড়ে রেবতীদেবীর বাড়ির দেওয়ালের উপর। সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে তিনি ঘরের তালা খুলে ভিতরে যান। যেখানে সিলিন্ডারটি রেখেছিলেন, সেখানে গিয়ে দেখেন, কিছুই নেই। তাহলে কি সিলিন্ডার চুরি হয়ে গেল? আরও বিস্ময়ের বিষয় হল, শুধু রেবতীদেবী নন, একাধিক লোক এসে বলতে থাকেন, তাঁরাও রান্নার গ্যাসের সিলিন্ডার পাচ্ছেন না। একজন বলেন, ‘আমি তো দেখলাম, কেউ একটা সিলিন্ডার নিয়ে চলে যাচ্ছে।’ একজন ক্ষতিগ্রস্ত বাসিন্দা দমকল কর্মীদের কাছে গিয়ে অনুরোধ করলেন তাঁদের বাড়ির উপর ভেঙে পড়া গোডাউনের দেওয়াল সরিয়ে দেওয়ার জন্য। সায়রাবাদের ওই গুদামের পিছনে জ্যোতি মণ্ডলদের বাড়ি। উঠোনের সামনে ত্রিপলের ছাউনি একেবারে পুড়ে গিয়েছে। জ্যোতিদেবী বলেন, ‘সকালে উঠোনে বসে আমার শাশুড়ি কাঁথা সেলাই করছিল। হঠাত্ দেখলাম, ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। আগুন জ্বলছে। আমরা বাচ্চা নিয়ে কোনওরকমে দূরে পালাই।’ রেবতী পাল, জ্যোতিদেবীরা এই ঘটনার জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। কারণ, আগুনে তাঁদের জামাকাপড়, ঘরের ছাউনি সবই পুড়ে গিয়েছে। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন জ্যোতিদেবীর প্রতিবেশী নিরঞ্জন দে। তিনি বলেন, ‘অনেক বছর ধরে এই গোডাউন এখানে আছে। সারাদিন তীব্র ঝাঁঝালো গন্ধ বেরয়। এরকম আগুন জীবনে দেখিনি।’ তিনি যখন এসব বলছেন, তখনও গুদাম থেকে ধোঁয়া বের হচ্ছে। নাকে মুখে রুমাল চাপা দিয়েই কথা বলছিলেন তিনি। 
মোবিলের গুদাম নিয়ে অবশ্য অভিযোগের শেষ নেই স্থানীয় বাসিন্দাদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি যেমন বললেন, ‘গন্ধে টেকা যায় না। বাচ্চাদের নিয়ে খুব কষ্টের মধ্যে আমরা রয়েছি। পুলিস-প্রশাসন কেউই আমাদের কথা শোনে না। কেন এখানে এই গুদাম করা হল, কেউ জানে না।’ ঘিঞ্জি এলাকায় এরকম মোবিলের গুদাম আরও রয়েছে। সেগুলি নিয়ে চিন্তা বাড়ছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের।    
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা