কলকাতা

বুদ্ধির জোরেই অপহরণের চেষ্টা রুখে দিল অষ্টমের ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উপস্থিত বুদ্ধির জোরে অপহরণের চেষ্টা ভেস্তে দিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার বিকেলে শ্রীরামপুরের বটতলার একটি খ্যাতনামা স্কুল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে পুলিসের সঙ্গে পরামর্শ করেছে ওই স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীর পরিবার রাত পর্যন্ত এনিয়ে অভিযোগ দায়ের করেনি। তবে স্কুলের মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শ্রীরামপুর থানার পুলিস।
শ্রীরামপুরের বাসিন্দা অষ্টম শ্রেণির ওই ছাত্রী এদিন বিকেলে স্কুল ছুটির পর বাবার জন্য অপেক্ষা করছিল। সেই সময় বৃষ্টি নামে। সে একটি ব্যাঙ্কের পাশে বন্ধ দোকানঘরের চাতালে দাঁড়িয়েছিল। সেই সময় মুখে মাস্ক পরা এক যুবক এসে তার কাছে জল চায়। জলপানের পর ওই যুবক বলে, আমি তোর বাড়ি থেকেই আসছি। তোর মা খুব অসুস্থ। তুই আমার সঙ্গে চল। ঘটনাচক্রে ওই ছাত্রীর মা গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। ফলে ওই নাবালিকা যুবকের কথা বিশ্বাস করে। কিন্তু পরমুহূর্তেই ভাবে, যুবকটি মাস্ক পরা কেন, ফলে তার মনে সন্দেহ জাগে। সে জিজ্ঞাসা করে, তোমাকে কে পাঠিয়েছে? তখন যুবকটি বলে আমি তোর বাবার সহকর্মী। ছাত্রীটি তখনই বুঝতে পারে, যুবকটি মিথ্যা কথা বলছে। কারণ, তার বাবা ব্যবসা করেন। বাবার ব্যবসায়ী বন্ধুদের সে চেনে। অভিযোগ, ছাত্রীটি যে তাকে সন্দেহ করছে, তা টের পেয়ে যুবকটি তার মুখে রুমাল চাপা দিয়ে অপহরণের চেষ্টা করে। ছাত্রীটি তার হাত কামড়ে দিয়ে রাস্তায় চলে আসে। পরিস্থিতি বেগতিক বুঝে পালায় ওই যুবক। সেই সময় ছাত্রীর বাবা চলে আসেন। সব শুনে তিনি মেয়েকে স্কুলে নিয়ে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে কথা করেন। প্রধান শিক্ষিকা বলেন, ভয়াবহ ঘটনা। আমি দ্রুত পুলিসকে বিষয়টি জানাই। তারা সঙ্গে সঙ্গে এসে তদন্ত শুরু করেছে। উপস্থিত বুদ্ধির জোরেই বেঁচে গিয়েছে ওই ছাত্রী। কিন্তু সবাই তো সমান নয়। খুবই উদ্বেগে আছি।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা