কলকাতা

বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার আন্দুলে, আন্তর্জাতিক পাচার চক্রের যোগ?

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নেশায় ব্যবহৃত নিষিদ্ধ কাফ সিরাপের খোঁজ মিলল হাওড়ার আন্দুলে। এর পিছনে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ থাকার অভিযোগ উঠেছে। সাঁকরাইল থানা এলাকার আন্দুল স্টেশন রোডের একটি বাড়িতে হানা দিয়ে পুলিস পেটি পেটি সিরাপের বোতল উদ্ধার করেছে। সব মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় ৩৬৯ লিটার নিষিদ্ধ কাফ সিরাপ। বাংলাদেশে নেশার দ্রব্য হিসেবে এই সিরাপের বিপুল চাহিদা রয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সাঁকরাইল থানার পুলিস। মঙ্গলবার রাত পর্যন্ত দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর, হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা এবং সাঁকরাইল থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন আন্দুল স্টেশন রোডের ওই বাড়িতে। সেখানে থরে থরে সাজানো নিষিদ্ধ সিরাপের পেটি। সব মিলিয়ে পাওয়া গিয়েছে ২৬টি পেটি। পুলিস জানিয়েছে, ওই বাড়ি থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হল দীপেন চট্টোপাধ্যায়, সুরজ মহানন্দ এবং জাভেদ আক্তার। ধৃতদের মধ্যে দীপেন আন্দুলের বাসিন্দা। বাকি দু’জনের বাড়ি ওড়িশায়। গত কয়েক মাস ধরেই এই বাড়িতে চলছিল নিষিদ্ধ কাফ সিরাপ মজুত করার কাজ। পুলিসের একটি সূত্রের দাবি, এই সিরাপের চাহিদা এদেশে তেমন নেই। তবে বাংলাদেশে নেশার সামগ্রী হিসেবে এই সিরাপের চল রয়েছে। ফলে সেখানে চাহিদাও বেশি। স্বভাবতই এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে বলে গোয়েন্দাদের অনুমান। এ নিয়ে হাওড়া সিটি পুলিসের ডেপুটি কমিশনার (সাউথ) বিশ্বজিৎ মাহাত বলেন, ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নিষিদ্ধ কাফ সিরাপ বাংলাদেশে পাঠানোর জন্যই এখানে মজুত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। তবে স্থানীয়ভাবে বিক্রি করা হতো কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 
প্রসঙ্গত, আন্দুল রোডের এই বাড়ি থেকে ৩৬৯ লিটার কাফ সিরাপ ছাড়াও প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিস। সেই নথিপত্র যাচাই করে পাচারচক্রের আরও গভীরে যাওয়া যাবে বলে অনুমান তদন্তকারীদের। স্থানীয় সূত্রে খবর, ওষুধের ব্যবসা করার নামে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। এ নিয়ে সাঁকরাইলের বিডিও বলেন, নিষিদ্ধ কাফ সিরাপ ভর্তি ২৬টি পেটি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ওই কাফ সিরাপের বেশ কিছু খুচরো বোতলও পাওয়া গিয়েছে ওই বাড়ি থেকে।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা