খেলা

উইং-ব্যাকের দুর্বলতা কাটিয়ে ওঠাই চ্যালেঞ্জ ইস্ট বেঙ্গলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত সপ্তাহেই নতুন হেড কোচ হিসেবে অস্কার ব্রুজোঁর নাম ঘোষণা করেছে ইস্ট বেঙ্গল। তবে কলকাতায় কবে পা রাখবেন এই স্প্যানিশ কোচ, তা নিয়েছে ধোঁয়াশা অব্যাহত। প্রাথমিকভাবে ডার্বির আগে নতুন কোচকে শহরে আনতে তৎপর ছিলেন কর্তারা। তবে ভিসা সমস্যায় কিছুটা হলেও তা থমকে যায়। তবে সবকিছু ঠিক থাকলে, বৃহস্পতিবার রাতে শহরে পা রাখতে পারেন অস্কার। তার আগে অবশ্য বুধবার দল নিয়ে ডার্বির চূড়ান্ত মহড়া শুরু করে দেবেন অন্তবর্তীকালীন কোচ বিনো জর্জ।
মরশুমের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছে ইস্ট বেঙ্গল। প্রাক্তন কোচ কুয়াদ্রাতের আমলে টানা তিন ম্যাচ হেরে লিগ অভিযান শুরু করেন ক্লেটনরা। এরপর বিনোর হাত ধরেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ তাঁরা। তবে জামশেদপুরের কাছে হারলেও দলের খেলায় বেশ কিছু ইতিবাচক দিক উঠে এসেছিল। একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ক্লেটন-তালালরা। এমন পরিস্থিতিতে দিমিত্রিয়স দিয়ামানতাকোসের সুস্থ হয়ে অনুশীলনে ফেরাটা অবশ্যই স্বস্তিতে রাখছে লাল-হলুদ অনুরাগীদের। গ্রিসের স্ট্রাইকারকে সামনে রেখেই ডার্বির ঘুঁটি সাজাবেন বিনো জর্জ। একইসঙ্গে রক্ষণে আনোয়ারের সঙ্গে শুরু করবেন হেক্টর ইউস্তে। তবে এই ইস্ট বেঙ্গল দলের সবচেয়ে দুর্বল জায়গা উইং-ব্যাক। আইএসএলের গত চারটি ম্যাচেই ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে ব্যবহার করা হলেও, সেভাবে কেউই ভরসা জোগাতে পারেনি। তারউপর গত কয়েকটি ডার্বিতে লিস্টনকে আটকাতে ল্যাজেগোবরে অবস্থা হয়েছে লাল-হলুদ ফুটবলারদের। তাই সেই কথা মাথায় রেখে গত কয়েকদিন টিম মিটিংয়ে পুরনো ভিডিও ফুটেজ দেখিয়ে ফুটবলারদের ভুলত্রুটিগুলো তুলে ধরার চেষ্টা করেছেন কোচ বিনো। চোট সারিয়ে সোমবার অনুশীলনে ফিরেছেন রাকিপ। ডার্বিতে তাঁকেই রাইট-উইং ব্যাকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বাঁদিক থেকে শুরু করবেন প্রভাত লাকরা। আর একান্ত রাকিপ না পারলে, লাকরাকে ডানদিকে আনা হবে। তখন বাঁ দিকে শুরু করবেন মার্ক জোথাংপুইয়া।এদিকে, ডার্বির আগে দুই ক্লাবের সমর্থকদের জন্য অফলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিল আয়োজক ইস্ট বেঙ্গল। প্রথমে শুধুমাত্র লাল-হলুদ সমর্থকদের জন্য রুবি হাসপাতালের সামনে কাউন্টার খোলা হলেও, বুধবার থেকে দুই ক্লাব থেকেও টিকিট মিলবে। পুজোর হ্যাংওভার কাটিয়ে আইএসএলের প্রথম ডার্বিতে মাঠ ভরাতে মরিয়া ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা