খেলা

আলবার্তোকে নিয়ে উদ্বিগ্ন মোলিনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলবার্তো কাঁটায় বিদ্ধ মোহন বাগান। শনিবার মহারণ। অথচ বড় ম্যাচের চারদিন আগেও দলের সঙ্গে অনুশীলন করতে পারলেন না স্প্যানিশ ডিফেন্ডার। ডার্বি খেলতে পারবেন তো? টিম ম্যানেজমেন্টের ধারণা, আলবার্তো খেলবেন। একান্তই না পারলে অন্য ভাবনা। ডাকাবুকো ডিফেন্ডারকে না পেলে নতুন করে স্ট্র্যাটেজি সাজাতে হবে কোচ হোসে মোলিনাকে। সেই ডুরান্ড কাপ ফাইনাল থেকেই পেশির চোটে ভুগছেন আলবার্তো। মহমেডানের বিরুদ্ধে গত ম্যাচে খেলার পর চোট ফের মাথাচাড়া দেয়। বারবার এমন হলে প্রশ্ন উঠতে বাধ্য—পুরনো চোট নেই তো? আসলে মোহন বাগান রক্ষণের ভারসাম্য অনেকটাই আলবার্তোর উপর নির্ভরশীল। তিনি পাশে থাকলে টম আলড্রেডও ভালো খেলেন। অন্যথায় কুঁকড়ে থাকেন। এমন পরিস্থিতিতে বুধবারের প্র্যাকটিস সেশন খুবই গুরুত্বপূর্ণ। আলবার্তোর ‘মুভমেন্ট’ আতসকাচের নীচে থাকবে।
আইএসএলের ডার্বিতে এখনও অপরাজিত মোহন বাগান। তার উপর টানা চার ম্যাচ হেরে কোণঠাসা ইস্ট বেঙ্গল। মানসিকভাবে নড়বড়ে প্রতিপক্ষর উপর রোলার চালানোর সুযোগ। বিশেষজ্ঞদের ধারণা, রক্ষণ গুছিয়ে নিতে পারলে মোহন বাগানই এগিয়ে। তবে হোসে মোলিনা অভিজ্ঞ কোচ। তিন পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ তাঁর কাছে। মোলিনার হাতে ম্যাকলারেন, স্টুয়ার্ট, কামিংস, লিস্টনের মতো মারণাস্ত্র রয়েছে। দুরন্ত আপফ্রন্ট যে কোনও সময়ে লক্ষ্যভেদে পারদর্শী। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে তুবড়ির মতো জ্বলে উঠেছেন মনবীররা। তাই উইনিং কম্বিনেশন বদলাতে নারাজ স্প্যানিশ হেডস্যার। পাশাপাশি ইস্ট বেঙ্গলের দুর্বতলতম জায়গা উইং-ব্যাক। বিশেষ করে রাইট উইং-ব্যাক লালচুংনুঙ্গা প্রতিপক্ষের খনি। লিস্টন ফর্মে থাকলে দুমরে মুচড়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু গোয়ানিজ ফুটবলারের অহেতুক বল হোল্ড করার প্রবণতা রয়েছে। দ্রুত টাচ খেললে ফাঁপরে পড়বে প্রতিপক্ষ। দেশের অন্যতম সেরা উইঙ্গারের কাছে সেটাই চাইছে থিঙ্কট্যাঙ্ক। ফুটবলাররাও তৈরি। জেমি ম্যাকলারেনের মন্তব্য, ‘মাঠে নামতে মুখিয়ে। এমন ম্যাচে গোল করতে উদগ্রীব।’ বিশাল কাইথও নিজেকে উজাড় করে দিতে মরিয়া। আইএসএলের গত ডার্বিতে পেনাল্টি রোখেন মোহন বাগান গোলরক্ষক। তাঁর মন্তব্য, ‘সমর্থকরা মাঠ ভরান। আমরা ম্যাচ জিততে তৈরি।’
এদিকে, মোহন বাগানকে ছাড়াই এসিএলটু’র বাকি ম্যাচের সূচি ঘোষণা করল এএফসি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাইটে লিগ টেবিলেও মোহন বাগান অনুপস্থিত। শৃঙ্খলার কমিটির উপর সবুজ-মেরুন ব্রিগেডের শাস্তি নির্ভর করবে। উল্লেখ্য, যুদ্ধকালীন পরিস্থিতিতে ট্রাক্টর এফসি’র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে ইরান যাওয়া স্থগিত রাখে মোহন বাগান। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের দাবিও কল্কে পায়নি। সবচেয়ে বড় কথা, এএফসি’র তরফে সরকারিভাবে কোনও ই-মেল করা হয়নি মোহন বাগানকে। টিম ম্যানেজমেন্ট ক্ষুব্ধ হলেও নির্বিকার এএফসি। 
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা