খেলা

অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত সামি

বেঙ্গালুরু: ‘দ্য কিউরিয়াস কেস অব মহম্মদ সামি!’ ভারতের তারকা পেসারের কামব্যাক নিয়ে রহস্য ক্রমশ গভীর হচ্ছে। কখনও শোনা যায়, আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে তিনি খেলতে পারবেন না। পর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় তা গুজব বলে উড়িয়ে দেন খোদ সামি। তবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় তারকা পেসারকে নিয়ে বড় আপডেট দিলেন অধিনায়ক রোহিত শর্মা। আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে সামির খেলার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন তিনি। রোহিতের মন্তব্য, ‘অস্ট্রেলিয়া সফরে সামিকে পাওয়া যাবে কিনা বলা মুশকিল। ওর রিহ্যাব ভালোভাবেই চলছিল। তবে আবার হাঁটুতে সমস্যা দেখা দিয়েছে। ফলে সুস্থ হয়ে উঠতে আরও সময় লাগবে। সামি এখন এনসিএ’তে ফিজিওদের তত্ত্বাবধানে রয়েছে।’ ভারত অধিনায়কের আরও সংযোজন, ‘আনফিট সামিকে আমরা চাইছি না। একশো শতাংশ ফিট না হলে ঝুঁকি নেওয়ার প্রশ্নই নেই। ওকে পর্যাপ্ত সময় দিতে চাইছি। আন্তর্জাতিক ক্রিকেটের আগে কয়েকটা প্র্যাকটিস ম্যাচও খেলা প্রয়োজন। চোটের জন্য ও দীর্ঘদিন মাঠের বাইরে। হঠাত্ করে ফিরেই কোন পেসারের পক্ষে সেরা পারফরম্যান্স মেলে ধরা সহজ নয়।’ 
অস্ট্রেলিয়া সফরে সামিকে যদি না পাওয়া যায়, সেটা বড় ধাক্কা টিম ইন্ডিয়ার কাছে। পেস বিভাগের অন্যতম স্তম্ভ তিনি। গতি ও সুইংয়ের মিশ্রণে যে কোনও পিচে ভয়ঙ্কর হয়ে উঠতে সক্ষম এই ভারতীয় পেসার। পরিসংখ্যান বলছে, ৬৪ টি টেস্টে সামির ঝুলিতে রয়েছে ২২৯টি উইকেট। সবচেয়ে ব‌ড় কথা, বাংলার এই পেসার খুবই ধারাবাহিক। এমনকী সেট ব্যাটারকেও সমস্যায় ফেলতে তাঁর জুড়ি মেলা ভার। সবমিলিয়ে অস্ট্রেলিয়া সফরে সামি থাকলে ভারতের পেস বিভাগকে আরও শক্তিশালী দেখাত। তবে তিনি না খেললে, বুমরাহের সঙ্গে জুটি বাঁধবেন মহম্মদ সিরাজ, আকাশদীপ, মুকেশ কুমাররা।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা