খেলা

ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন যশপ্রীত বুমরাহ

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর: ভারতে তথা বিশ্বে এই মুহূর্তে সেরা পেসারদের তালিকায় শীর্ষস্থানেই রয়েছেন যশপ্রীত বুমরাহ। টেস্ট থেকে টি-২০, ক্রিকেটের সব ফরম্যাটেই তাঁর দুরন্ত বোলিংয়ের সামনে কুপোকাত হন বড় বড় ব্যাটার। আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত। আর সেই টেস্টেই মেলবোর্নের মাঠে বুমরাহ গড়লেন রেকর্ড। দ্রুততম ভারতীয় পেসার হিসেবে টেস্টে ২০০ উইকেটের গণ্ডি পেরোলেন তিনি। একই সঙ্গে গোটা বিশ্বে একমাত্র বোলার হিসেবে কুড়ির নীচে গড় রেখে ২০০ উইকেট তুলে নিয়েছেন বুমরাহ। আজ, রবিবার বুমরাহ’র ২০০ তম শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। মাত্র ৪৪টি টেস্ট খেলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। এর আগে ভারতীয় পেসারদের মধ্যে ৫০টি টেস্ট খেলে ২০০টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন কপিল দেব। এদিন সেই রেকর্ড ভেঙে দিয়েছেন যশপ্রীত বুমরাহ। যদিও ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। ৩৭টি টেস্ট খেলে এই রেকর্ড গড়েছেন অশ্বিন। বুমরাহ’র মতোই ৪৪টি টেস্ট খেলে ২০০ উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। তবে বুমরাহ’র ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল, ২০০ উইকেটের মাইলফলক যে গড় বজায় রেখে তিনি ছুঁয়েছেন, সেটা সর্বকালের সেরা বোলারদেরও হার মানাচ্ছে। ১৯.৫৬ গড়ে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। এর আগে ২০০ উইকেট নেওয়ার সময়ে ম্যালকম মার্শালের গড় ছিল ২০.৯।
 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৬৮ টাকা৮৬.৪২ টাকা
পাউন্ড১০৫.৭৩ টাকা১০৯.৪৬ টাকা
ইউরো৮৭.৫০ টাকা৯০.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা