খেলা

ফিরে দেখা ২০২৪

প্যারিস ওলিম্পিকস
জ্যাভেলিন থ্রোয়ে নীরজ চোপড়ার রুপো জয়। চার বছর আগে টোকিওতে জিতেছিলেন সোনা।
শুটিংয়ে মানু ভাকেরের জোড়া ব্রোঞ্জ পদক। 
ভারতের সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে আমন সেরাওয়াতের কুস্তিতে ব্রোঞ্জ।
মহিলাদের কুস্তিতে ফাইনালের আগে ওজন বৃদ্ধির কারণে ভিনেশ ফোগাটের ডিসকোয়ালিফায়েড হওয়া জন্ম দেয় বিতর্কের।

হকি
প্যারিস ওলিম্পিকসে পুরুষ হকি দলের ব্রোঞ্জ জয়।
মহিলা হকি দলের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়।

ভারতীয় ফুটবল
ইস্ট বেঙ্গলের সুপার কাপ জয়। দীর্ঘ ১২ বছরের খরা কাটিয়ে সর্বভারতীয় ট্রফিতে সাফল্য পেল লাল-হলুদ শিবির। খেতাবি লড়াইয়ে ওড়িশা এফসি’কে ৩-২ গোলে পরাজিত করেন ক্লেটনরা।
আইএসএলের লিগ-শিল্ড মোহন বাগানের। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটিকে ২-১ ব্যবধানে হারিয়ে এই সাফল্য পায় তারা।
মহমেডান স্পোর্টিংয়ের আই লিগ জয়। সেই সুবাদে প্রথমবারের জন্য আইএসএলে পা রাখে সাদা-কালো ব্রিগেড।
আন্তর্জাতিক ফুটবল থেকে সুনীল ছেত্রীর অবসর। যুবভারতীতে বিদায়ী ম্যাচে কুয়েতের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ভারত। দেশের জার্সিতে ১৫১ ম্যাচে ৫৪টি গোল রয়েছে তাঁর।

ক্রিকেট
ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে ৪-১ হারায় টিম ইন্ডিয়া।
টি-২০ ক্রিকেট থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার অবসরগ্রহণ।
টি-২০ বিশ্বকাপ জয়ের 
সঙ্গে সঙ্গেই অবসান রাহুল দ্রাবিড় যুগের। টিম ইন্ডিয়ায় নতুন কোচ গৌতম গম্ভীর।
সানরাইজার্স হায়দরাবাদকে ফাইনালে হারিয়ে আইপিএলে চ্যাম্পিয়ন কেকেআর। মহিলাদের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 
অক্টোবরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ০-৩ হোয়াইট ওয়াশ ভারত। দেশে এমন লজ্জার রেকর্ড এই প্রথম। 
জুনে টি-২০ বিশ্বকাপ জয়। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে স্বপ্নপূরণ রোহিতদের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে রবিচন্দ্রন অশ্বিনের অবসর।

দাবা
বিশ্বচ্যাম্পিয়নশিপে চীনের ডিং লিরেনকে শেষ গেমে হারিয়ে খেতাব ডি গুকেশের।
বুদাপেস্টে ফিডে দাবা ওলিম্পিয়াডে ভারতের মহিলা ও পুরুষ দলের সোনা জয়।

বিদেশি ফুটবল
ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালে তারা ২-১ ব্যবধানে হারায় ইংল্যান্ডকে।
ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় রিয়াল মাদ্রিদের।
ব্যালন ডি’ওর জেতেন স্পেনের মিডফিল্ডার রড্রি। আর ফিফার বর্ষসেরা ফুটবলারের ট্রফি হাতে ওঠে ভিনিসিয়াস জুনিয়রের।
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা।

টেনিস
অস্ট্রেলিয়ান ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের সিঙ্গলসে জয়ী জানিক সিনার। ফরাসি ওপেন ও উইম্বলডনে চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
এবছর নোভাক জকোভিচ কোনও গ্র্যান্ড স্ল্যাম জেতেননি। তবে ওলিম্পিকসে তিনি সোনা জেতেন পুরুষদের সিঙ্গলসে।
মহিলাদের টেনিসে অস্ট্রেলিয়ান ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেনে চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। ফরাসি ওপেন জেতেন ইগা সুইয়াটেক। উইম্বলডনে বাজমিাত বারবারা ক্রেসিকোভার।

ব্যাডমিন্টন
লখনউয়ে সৈয়দ মোদি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিভি সিন্ধুর খেতাব জয়। পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হন লক্ষ্য সেন। মহিলাদের ডাবলসে খেতাব জেতেন তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ।
ফরাসি ওপেন ও থাইল্যান্ড ওপেনে পুরুষদের ডাবলসে চিরাগ শেঠি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডির সাফল্য।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা