খেলা

ক্ষীণ আশা জিইয়ে রাখতে জিততেই হবে সিডনিতে

মেলবোর্ন: ভারত কি পারবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে? অঙ্কের নিরিখে এখনও ক্ষীণ সম্ভাবনা রয়েছে। সবার আগে সিডনিতে পঞ্চম টেস্ট জিততেই হবে টিম ইন্ডিয়াকে। তারপর তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দিকে। 
সোমবার মেলবোর্ন টেস্টে হারের পর ভারতের পয়েন্ট পার্সেন্টেজ (পিসিটি) নেমে হয়েছে ৫২.৭৮। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পিসিটি দাঁড়িয়েছে ৬১.৪৬। উল্লেখ্য, রবিবার সেঞ্চুরিয়নে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠে গিয়েছে আগেই। প্রোটিয়াদের প্রতিপক্ষ কারা হবে, তা নিয়েই এখন চলছে লড়াই। সিডনি টেস্টে ভারত জিতলে পিসিটি বেড়ে হবে ৫৫.২৬। অন্যদিকে, অজিদের পিসিটি দাঁড়াবে ৫৪.২৬। অর্থাৎ, দু’দলের মধ্যে এগিয়ে থাকবে ভারতই। প্যাট কামিন্সরা অবশ্য নতুন বছরের গোড়ায় শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ খেলবেন। সেই সিরিজ ০-০ ড্র হলে ভারত ও অস্ট্রেলিয়ার পিসিটি একই দাঁড়াবে। কিন্তু বেশি সিরিজ জেতার সুবাদে ফাইনালের টিকিট অর্জন করবে টিম ইন্ডিয়াই। 
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শ্রীলঙ্কা ১-০ জয়ী হলেও ভারতের সুবিধা। কিন্তু দ্বীপরাষ্ট্রে অজিরা যদি একটি টেস্টও জিতে যায়, তবে ফাইনালের আশায় ছেদ পড়বে বুমরাহদের। ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কারও। তবে তার জন্য ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সিডনি টেস্ট ড্র হতে হবে। আর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিততে হবে শ্রীলঙ্কাকে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা