খেলা

যশস্বীর আউট ঘিরে বিতর্ক

মেলবোর্ন: বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে ঘটনার ঘনঘটা। ক্রমাগত পটবদলের ম্যাচে শেষমেষ মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়ালের আউটেই ধুয়েমুছে সাফ হয়ে যায় ম্যাচ বাঁচানোর আশা। আর তার নেপথ্যে রয়েছে থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের অত্যাশ্চর্য সিদ্ধান্ত। বাংলাদেশের এই কাণ্ডজ্ঞানহীন ম্যাচ অফিসিয়াল প্রযুক্তির কান মুলে ব্যক্তিগত সিদ্ধান্তকেই চাপিয়ে দিয়েছেন যশস্বীর ঘাড়ে। ৭১তম ওভারের ঘটনা। ৮৪ রানে ব্যাট করছিলেন বাঁ হাতি ওপেনার। মনে হচ্ছিল, শতরান নিশ্চিত। কিন্তু আচমকাই দুর্ভাগ্যের শিকার হন তিনি। প্যাট কামিন্সের লেগ স্টাম্পের বাইরের বল পুল করতে গিয়েছিলেন যশস্বী। কিন্তু ব্যাটে লাগাতে পারেননি। অজি কিপার অ্যালেক্স কেরি তা ধরে ক্যাচের অবেদন করেন। ফিল্ড আম্পায়ার তা নাকচ করেলে রিভিউ নেন কামিন্স। স্নিকোমিটারে ব্যাট ও বলের সংযোগের কোনও শব্দ ধরা পড়েনি। বিন্দুমাত্র নড়াচড়া দেখা যায়নি গ্রাফে। তবুও এখানেই না থেমে অতিসক্রিয়তায় বল ট্র্যাকারের সাহায্য নেন সৈকত। ক্যাচের ক্ষেত্রে যা কার্যত ব্যবহারই হয় না। তা দেখার পর বলের দিক পরিবর্তনের বিষয়টিকে প্রাধান্য দিয়ে আউটের সিদ্ধান্ত জানান তিনি।
এরপরেই সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট মহলে। বিশেষজ্ঞদের দাবি, স্নিকোমিটারে কোনও স্পাইক না থাকা সত্ত্বেও কী করে এই সিদ্ধান্ত নিলেন বাংলাদেশি আম্পায়ার। লাইভ কমেন্ট্রিতে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সুনীল গাভাসকর, ইরফান পাঠানরা। সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিতও প্রশ্ন তুলেছেন এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে। তিনি বলেন, ‘বুঝতে পারছি না, আম্পায়ার প্রযুক্তিকে ঠিক কীভাবে কাজে লাগিয়েছেন। কারণ গ্লাভসের পাশ দিয়ে বল গেলেও কোনও আওয়াজ পাওয়া যায়নি স্নিকোতে। তাহলে কী করে আউট দেওয়া হয়!’

স্কোরবোর্ড: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪৭৪। ভারত প্রথম ইনিংস ৩৬৯। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস (২২৮-৯ এর পর): লিয়ঁ বো বুমরাহ ৪১, বোল্যান্ড অপরাজিত ১৫, অতিরিক্ত ১৭, মোট (৮৩.৪ ওভারে) ২৩৪। উইকেট পতন: ১০-২৩৪। বোলিং: বুমরাহ ২৪.৪-৭-৫৭-৫, আকাশ ১৭-৪-৫৩-০, সিরাজ ২৩-৪-৭০-৩, জাদেজা ১৪-২-৩৩-১, নীতীশ ১-০-৪-০, সুন্দর ৪-০-৭-০। ভারত দ্বিতীয় ইনিংস (টার্গেট ৩৪০): যশস্বী ক কেরি বো কামিন্স ৮৪, রোহিত ক মার্শ বো কামিন্স ৯, রাহুল ক খাওয়াজা বো কামিন্স ০, কোহলি ক খাওয়াজা বো স্টার্ক ৫, পন্থ ক মার্শ বো হেড ৩০, জাদেজা ক কেরি বো বোল্যান্ড ২, নীতীশ ক স্মিথ বো লিয়ঁ ১, সুন্দর অপরাজিত ৫, আকাশ ক ট্রাভিস বো বোল্যান্ড ৭, বুমরাহ ক স্মিথ বো বোল্যান্ড ০, সিরাজ এলবিডব্লু বো লিয়ঁ ০, অতিরিক্ত ১২, মোট (৭৯.১ ওভারে) ১৫৫। উইকেট পতন: ১-২৫, ২-২৫, ৩-৩৩, ৪-১২১, ৫-১২৭, ৬-১৩০, ৭-১৪০, ৮-১৫০, ৯-১৫৪, ১০-১৫৫। বোলিং: স্টার্ক ১৬-৮-২৫-১, কামিন্স ১৮-৫-২৮-৩, বোল্যান্ড ১৬-৭-৩৯-৩, মার্শ ৩-২-২-০, লিয়ঁ ২০.১-৬-৩৭-২, ট্রাভিস ৫-০-১৪-১, লাবুশানে ১-১-০-০। 
অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয়ী। সিরিজে ২-১ এগিয়ে অজিরা। ম্যাচের সেরা প্যাট কামিন্স।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা