খেলা

সমালোচনায় প্রাক্তনরা

মেলবোর্ন: দল বড় নাকি মহাতারকা? ভারতের কুৎসিত পরাজয়ের পর ক্রিকেট মহলে চলছে এই চর্চাই। রোহিত শর্মা, বিরাট কোহলি কি এভাবেই ব্যর্থ হয়ে চলবেন? অবসরের সময় হয়ে গিয়েছে, দু’জনকে কেন এই বার্তা দেওয়া হচ্ছে না? দুই মহারথীকে টানতে গিয়ে যে হেরেই চলেছে টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্টের পরাজয় তুলে ধরেছে ভারতীয় দলের কঙ্কালসার চেহারা। কিংবদন্তি সুনীল গাভাসকর যেমন চাঁছাছোলা ভঙ্গিতে বলেছেন, ‘সিনিয়ররা প্রত্যাশা পূরণের ধারেকাছেও যায়নি। টপ-অর্ডার বারবার ব্যর্থ হচ্ছে। সিরিজে টিকে থাকার জন্য সারা দিন ব্যাট করতে হতো ভারতকে। কিন্তু ওরা পারফর্ম করতে পারেনি। এবার বলটা নির্বাচকদের কোর্টে।’ এই মরশুমে টেস্টে ১৫ ইনিংসে দশবার এক অঙ্কের রানে ফিরেছেন রোহিত। সেজন্যই প্রাক্তন কোচ রবি শাস্ত্রী চান যে চূড়ান্ত সিদ্ধান্তটা হিটম্যানই যেন নেন। শাস্ত্রীর কথায়, ‘ওর ফুটওয়ার্ক ঠিক হচ্ছে না। মন্থর দেখাচ্ছে। ফলে টাইমিংয়ে দেরি হচ্ছে। সামনের পা বলের দিকে যাচ্ছেও না। এবার অবসর নেবে কিনা, সেটা ওই ঠিক করুক।’ প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান রীতিমতো উত্তেজিত ভঙ্গিতে বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ২০হাজার রান রয়েছে রোহিতের। কিন্তু তারপরও ফর্ম হাতড়ে বেড়াচ্ছে ও। অধিনায়ক বলেই রোহিত খেলছে। অন্যথায় দলে জায়গা হত না।’
চর্চা চলছে, সিডনি টেস্টের পরই কি এই ফরম্যাটকে বিদায় জানাবেন দুই হেভিওয়েট তারকা? নাকি, ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অপেক্ষা করবেন দু’জনে? শাস্ত্রী অবশ্য এখনই কোহলির অবসরের পক্ষপাতী নন। তাঁর যুক্তি, ‘ও এদেশে কীভাবে আউট হচ্ছে তা মাথায় রাখার দরকার নেই। আমার ধারণা, কোহলি আরও তিন-বছর খেলবে।’ একই সুর সঞ্জয় মঞ্জরেকরেরও। মুম্বইকরের মতে, ‘কোহলির আরও সময় প্রাপ্য। তবে আমি জানতে চাই ভারতের ব্যাটিং কোচ করছেটা কী? ও কেন অফস্টাম্পের বাইরের বলে কোহলির খোঁচা দেওয়ার প্রবণতা বন্ধ করতে পারছে না?’ শুধু ব্যাটিং কোচই নন, প্রাক্তনদের নিশানায় প্রধান কোচ গৌতম গম্ভীরও। 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা