কলকাতা

বিধাননগর পুরসভা এলাকায় বহু রাস্তাই বেহাল, সংস্কারের জন্য টেন্ডার ডাকল কেএমডিএ

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অভিজাত শহর সল্টলেক। কিন্তু রাস্তার হাল দেখে ‘আভিজাত্য’ বোঝার উপায় নেই। তাই বেহাল রাস্তা নিয়ে বাসিন্দাদের অভিযোগের অন্ত নেই। কোথাও গর্ত, কোথাও আবার তা ভেঙেচুরে একাকার। সরকারি মিটিং ও আলোচনায় বার বার উঠে এসেছে বিধাননগর পুরসভার রাস্তা সংস্কারের ইস্যুটি। কিন্তু, পূর্ণ সমাধান হয়নি। সাধারণ মানুষের সঙ্গে সল্টলেকের রাস্তায় কার্যত ‘হোঁচট খাচ্ছেন’ জনপ্রতিনিধি থেকে আমলা, সকলেই। তাই এবার বিধাননগর পুরসভার বেহাল রাস্তা সারাতে টেন্ডার ডাকল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। সল্টলেকের সেক্টর-১, সেক্টর-২ এবং সেক্টর-৩ এলাকার একাধিক রাস্তা সংস্কারের জন্য প্রায় ১২ কোটি টাকা বরাদ্দও করেছে কেএমডিএ। কাজ শুরু হবে শীঘ্রই।
বেশ কয়েকমাস ধরেই সল্টলেক শহরের একাধিক রাস্তা বেহাল। ২০২৩ সালের দুর্গাপুজোর সময় থেকে রাস্তা সংস্কার শুরু হয়েছিল। ওই বছরের ডিসেম্বর পর্যন্ত সংস্কার চলেছিল। কিন্তু, ২০২৪ সালের বর্ষার আগেই ঩সেই সংস্কার করা রাস্তার হাল ফের আগের মতো হয়ে যায়। বর্ষার আগে থেকেই রাস্তা সংস্কারের দাবি উঠেছিল। শুধু এই সল্টলেক শহরই নয়, বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডের একাধিক রাস্তার হাল খারাপ। পুজোর সময় থেকে কিছু রাস্তার সংস্কার শুরু হয়েছে। কিন্তু, এখনও সব রাস্তা সংস্কার করা যায়নি। 
গত ১২ ডিসেম্বর বিধাননগর পুরসভার মেয়র সহ সমস্ত কাউন্সিলারকে নিয়ে একটি বৈঠক করছিলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিধাননগরের রাস্তা সংস্কারের ইস্যুতে ওইদিন তিনি বলেছিলেন, ‘অর্থের কোনও অভাব নেই, রাস্তা সংস্কার করার জন্য ইঞ্জিনিয়ারের অভাব রয়েছে। তাই আমরা ঠিক করেছি, কেএমডিএ থেকে ডেপুটেশনে বিধাননগর পুরসভাকে ইঞ্জিনিয়ার দেব। ওই ইঞ্জিনিয়াররা মনিটারিং করবেন। পরে পুরসভা ইঞ্জিনিয়ার নিয়োগ করে ঘাটতি মেটাবে’। তারপর থেকেই আশার আলো দেখছেন সল্টলেকের বাসিন্দারা।
প্রশাসন সূত্রে খবর, ডেপুটেশনে ইঞ্জিনিয়ার দেওয়ার প্রক্রিয়াও চলছে। তবে, তারই মধ্যে যে রাস্তাগুলির অবস্থা খুব খারাপ, সেগুলি চিহ্নিত করে সংস্কার করা হবে। কেএমডিএ নিজেরাই এই রাস্তার কাজ করবে। খরচও দেবে কেএমডিএ। সল্টলেক সেক্টর-১ থেকে সেক্টর-৩ পর্যন্ত একাধিক রাস্তার তালিকা আগেই তৈরি করা হয়েছিল। তার মধ্যে করুণাময়ী এলাকা সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে। একাধিক ব্লকের রাস্তাও রয়েছে। বিভিন্ন সরকারি ভবন, গুরুত্বপূর্ণ মোড়, যেখানে বেশি গাড়ির যাতায়াত, সেই সব রাস্তার সংস্কার করা হবে। কেএমডিএ’র এক আধিকারিক বলেন, বিধাননগর পুরসভার রাস্তা হলেও সংস্কার করার জন্য টেন্ডার ডাকা হয়েছে। পুরো কাজটাই কেএমডিএ করবে। পরবর্তী সময়ে আমরা পুরসভাকে ইঞ্জিনিয়ারও দেব। 
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা