খেলা

ঝলমলে কীর্তির আলোয় দুশো পার বুমবুমের

মেলবোর্ন: টেস্টে ২০০ উইকেটের গণ্ডি পেরলেন যশপ্রীত বুমরাহ। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে ট্রাভিস হেডকে ফিরিয়ে ভারতের দ্রুততম পেসার হিসেবে এই কীর্তির অধিকারী হলেন বুমবুম। এক্ষেত্রে দুশো উইকেট পেতে কপিল দেবের লেগেছিল ৫০টি টেস্ট। সেখানে বুমরাহ মাইলস্টোন পেরলেন ৪৪ ম্যাচে। সার্বিকভাবে ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম দুশো উইকেটের রেকর্ড রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের দখলে (৩৭ টেস্টে)। এই কৃতিত্বে বুমবুম স্পর্শ করলেন দ্বিতীয় দ্রুততম ভারতীয় রবীন্দ্র জাদেজাকে (৪৪ টেস্ট)। 
তবে এর আগে বিশ্ব ক্রিকেটে কোনও বোলার ২০-র নীচে গড় বজায় রেখে ২০০ উইকেট পাননি। বুমরাহর গড় ১৯.৫৬। অর্থাৎ, ২০০ উইকেট পৌঁছতে তিনি খরচা করেছেন মোট ৩৯১২ রান। অতীতে চার হাজারের কম রান দিয়েও কেউ দুশো উইকেট নেননি। জোয়েল গার্নার এই কীর্তি গড়ার সময় তাঁর গড় ছিল ২০.৩৪। তিনি দিয়েছিলেন ৪০৬৭ রান। ৪০৭৭ রান দেওয়া শন পোলকের গড় ছিল ২০.৩৯। ম্যালকম মার্শাল (২০.৯৪), কার্টলি অ্যামব্রোজ (২০.৯৯), গ্লেন ম্যাকগ্রাথ (২১.৬৪), জেমস অ্যান্ডারসন (২৬.৪৫)— সবাই অনেক পিছিয়ে। বুমরাহর স্ট্রাইক রেটও (৪২.৪) ঈর্ষণীয়। পরিসংখ্যান বলছে, গড়ে প্রতি সাত ওভারে তিনি একটি উইকেট নিয়েছেন। এক্ষেত্রে অবশ্য তাঁর চেয়ে এগিয়ে ওয়াকার ইউনিস, ডেল স্টেইন ও কাগিসো রাবাডা। উল্লেখ্য, ভারতীয় বোলিংয়ের কাণ্ডারি  বুমরাহ চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও পর্যন্ত আট ইনিংসে বুমরাহর শিকারসংখ্যা ২৯। তাঁর ধারেপাশেও কেউ নেই।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা