খেলা

আট বছরের ট্রফি খরা কাটাতে মরিয়া বাংলা, ফাইনালে আজ প্রতিপক্ষ কেরল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৬-১৭ মরশুম। মাণ্ডবীর তীরে গোয়াকে হারিয়ে সন্তোষ ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল বাংলা। সেটাই শেষ। এরপর আরও দু’বার (২০১৭-১৮ ও ২০২১-২২) ফাইনালে পৌঁছলেও উভয়ক্ষেত্রেই কেরলের কাছে টাই-ব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় বঙ্গ ব্রিগেডের। মঙ্গলবার হায়দরাবাদের গাচ্চিবৌলি স্টেডিয়ামে ফের একবার  খেতাবি লড়াইয়ে নামছে দু’দল। মধুর প্রতিশোধের প্রতীক্ষায় সঞ্জয় সেনের ছেলেরা। আট বছরের খরা কাটিয়ে ৩৩তম সন্তোষ ট্রফি ঘরে তুলতে বদ্ধপরিকর নরহরি-রবি হাঁসদারা।
চলতি টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক দল বাংলা। বাছাই ও মূলপর্ব মিলিয়ে টানা ১০ ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে সঞ্জয় সেনের ছেলেরা। খেতাবি লড়াইয়েও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য বঙ্গ ব্রিগেডের। পক্ষান্তরে, সন্তোষ ট্রফির অন্যতম শক্তিশালী দল কেরল। চলতি আসরে ৩৫বার জাল কাঁপিয়েছে দক্ষিণের দলটি। তাই প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন বাংলার কোচ সঞ্জয় সেন। তাঁর কথায়, ‘কেরল এবারের সবচেয়ে শক্তিশালী দল। তাই ফাইনালে লড়াইটা সহজ হবে না। তবে আমাদের সেরাটা মেলে ধরতে হবে।’ শেষ দু’বার ফাইনালে কেরলের কাছে হারের প্রসঙ্গ উঠতেই বঙ্গ কোচের সাফ কথা, ‘অতীতে কী হয়েছে তা নিয়ে ভেবে লাভ নেই। মঙ্গলবার পুরোপুরি নতুন লড়াই। চনমনে মেজাজেই মাঠে নামবে ছেলেরা।’
চলতি আসরে দুরন্ত ছন্দে রয়েছেন বাংলার দুই ফরোয়ার্ড রবি হাঁসদা আর নরহরি শ্রেষ্ঠা। ইতিমধ্যে ১১বার লক্ষ্যভেদ করে বাংলার হয়ে মহম্মদ হাবিবের এক আসরে সর্বাধিক গোলের রেকর্ড স্পর্শ করেছেন রবি। নরহরির নামের পাশেও রয়েছে সাতটি গোল। এছাড়া ভরসা জোগাচ্ছেন মনোতোষ-ইসরাফিলরা। কোচ সঞ্জয় সেন অবশ্য দলের প্রতিটি ফুটবলারকে সমান গুরুত্ব দিচ্ছেন। তাঁর সংযোজন, ‘কে কত গোল করেছে, সেসব নিয়ে ভেবে লাভ নেই। আমার কাছে বাংলার জয়টাই শেষ কথা।’ উল্লেখ্য, চোটের কারণে এই ম্যাচেও নেই বাসুদেব মান্ডি।
কেরলের হয়ে নজর কেড়েছেন ইস্ট বেঙ্গলে খেলা রোশাল মহম্মদ ও নাসিব রহমান। মঙ্গলবার ফাইনালে এই দুই ফুটবলারের উপর বাড়তি নজর রাখতে হবে বঙ্গ ডিফেন্ডারদের। এদিকে, দলকে উৎসাহ জোগাতে মঙ্গলবার হায়দারবাদ যাচ্ছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।  সরাসরি ডিডি স্পোর্টসে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা