খেলা

দুর্বল হায়দরাবাদকে হারাতে ব্যর্থ ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে টানা তিনটি ম্যাচ কখনও জেতেনি ইস্ট বেঙ্গল। অস্কার জমানাতেও সেই ট্র্যাডিসন অব্যাহত। শনিবার অ্যাওয়ে ম্যাচে দুর্বল হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে লিড নিয়েও ড্র করলেন ক্লেটন সিলভারা। দ্বিতীয়ার্ধে জিকসন সিংয়ের গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। অন্তিম মুহূর্তে বাড়া ভাতে ছাই দিলেন লাল-হলুদের প্রাক্তনী মনোজ মহম্মদ। এই ড্রয়ের পর ১৩ ম্যাচে ইস্ট বেঙ্গলের পয়েন্ট ১৪। লিগ টেবিলে একাদশ স্থানে ক্লেটনরা। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে রইল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি দলটি। 
প্রথমার্ধে একেবারেই ছন্নছাড়া ইস্ট বেঙ্গল। জামশেদপুর ম্যাচের নায়ক বিষ্ণু এদিন ফ্লপ। কেরালাইট ফুটবলারকে কড়া নজরে রাখলেন আলেক্স সাজি আর আব্দুল রাবি।  উইং থেকে আক্রমণও দানা বাঁধেনি। শৌভিক আর জিকসন প্লে-মেকার নন। তাই মাঝমাঠে পাসারের অভাব বারবার বোঝা গেল। চোটের কারণে রাকিপ ছিলেন না। পরিবর্ত প্রভাত লাকরা ওভারল্যাপে চোস্ত নন। নন্দকুমার তথৈবচ। ফলে প্রথম ৪৫ মিনিটে হায়দরাবাদ দুর্গে সেভাবে হামলা চালাতেই ব্যর্থ অস্কার ব্রিগেড। বল না পেয়ে হতাশ হয়ে পড়লেন দিয়ামানতাকোস। এর মাঝেই ২৯ মিনিটে  হায়দরাবাদ গোলরক্ষক অর্শদীপের সঙ্গে সংঘর্ষে চোট পান ক্লেটন। অর্শদীপ কার্যত ব্রুস লি’র ভূমিকায় পা ছুড়লেও নির্বিকার রেফারি রামদাসন। বলের সামনে দাঁড়িয়েও চোখে ঠুলি পরে রইলেন তিনি। রেফারির ভূমিকায় প্রচণ্ড ক্ষিপ্ত ইস্ট বেঙ্গল। প্রাক্তন ফুটবলারদেরও দাবি, হায়দরাবাদ গোলরক্ষক লাল কার্ড দেখার পাশাপাশি পেনাল্টি পাওয়া উচিত ছিল। অন্যদিকে, সিঙ্গল স্ট্রাইকার এডমিলসন কোরিয়াকে রেখে আক্রমণ শানানোর চেষ্টা করে হায়দরাবাদ। ছ’টি কর্নার আদায় করলেও লক্ষ্যভেদে ব্যর্থ তারা। 
হায়দরাবাদের বিরুদ্ধে বরাবরই সফল ক্লেটন। এদিন জিকসন জাল কাঁপালেও নেপথ্য নায়ক তিনি। ৬৪ মিনিটে তাঁর বাঁক খাওয়ানো ফ্রি-কিক ক্রসপিসে প্রতিহত হওয়ার পর তা হেড করে জালে জড়ান জিকসন (১-০)। চেন্নাইয়ানের পর চারমিনারের শহরেও গোল পেলেন জাতীয় দলের এই ফুটবলার। এরপর বিষ্ণুর পরিবর্তে নাওরেম মহেশকে নামিয়ে আক্রমণে চাপ বাড়াতে চেয়েছিলেন অস্কার। বারদুয়েক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলেও ব্যবধান বাড়েনি। এই পর্বে সুবিধাজনক পরিস্থিতিতে বল পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ দিয়ামানতাকোস। এক গোলের লিড কখনওই নিরাপদ নয়। ঘরের মাঠে হায়দরাবাদ তেড়েফুঁড়ে উঠতেই চাপে পড়লেন আনোয়াররা। ৯০ মিনিটে ওভারল্যাপে এসে বাঁ পায়ের জোরালো শটে গিলকে হার মানান মনোজ মহম্মদ (১-১)। হায়দরাবাদকে হারিয়ে দারুণভাবে বছর শেষ করতে মরিয়া ছিলেন লাল-হলুদ কোচ। তা না হওয়ায় রীতিমতো হতাশ তিনি। অস্কার নিজেও বুঝতে পারছেন সুপার সিক্সের রাস্তা বড়ই কঠিন। 
ইস্ট বেঙ্গল: গিল, লাকরা, আনোয়ার, হিজাজি, লালচুংনুঙ্গা, শৌভিক, জিকসন, নন্দ, ক্লেটন, বিষ্ণু (মহেশ) ও দিয়ামানতাকোস।
হায়দরাবাদ এফসি- ১      :           ইস্ট বেঙ্গল-১
(মনোজ)                                              (জিকসন)
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা