খেলা

কোচ নয়, ভবিষ্যতে দলের মালিক হতে চান রোনাল্ডো

দুবাই: আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছর পূর্ণ করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর পেশাদার কেরিয়ারে যবনিকা নামতে আর বেশি দিন যে বাকি নেই, তা পরিষ্কার উপলদ্ধি করতে পারছেন পর্তুগিজ মহাতারকা। তাই এখন থেকেই ভবিষ্যতের পরিকল্পনা কষতে শুরু করেছেন সিআরসেভেন। তবে আর পাঁচজন প্রাক্তন ফুটবলারের মতো বুট জোড়া তুলে রাখার পর কোচিংয়ে মনোনিবেশ করতে চান না তিনি। বরং তাঁর লক্ষ্য, ইউরোপের কোনও সেরা দলের মালিক হওয়া। শুক্রবার দুবাইয়ে গ্লোব সকার পুরস্কার অনুষ্ঠানে এমনটাই জানালেন রোনাল্ডো। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘আগামী দিনে কোচ হওয়ার কোনও ইচ্ছেই আমার নেই। তবে সুযোগ পেলে কোনও ক্লাবের মালিক হতে পারি।’ কোন ক্লাবের মালিক হতে চান? রোনাল্ডোর জবাব, ‘এখনও এ ব্যাপারে আমার অভিজ্ঞতা অনেকটাই কম। ফলে এখনই কিছু বলতে পারব না। সময় ও সঠিক সুযোগের উপর এটা নির্ভর করছে। তবে অবশ্যই বেশ কিছু ক্লাবের নাম মাথায় রয়েছে।’
কেরিয়ারের শুরুটা স্পোর্টিং লিবসন থেকে হলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতেই বিশ্ব আঙিনায় নিজেকে মেলে ধরেন রোনাল্ডো। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির হয়েই জেতেন প্রথম ব্যালন ডি’ওর। তবে বর্তমানে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ম্যান ইউ। তাই প্রাক্তন দলকে সাফল্যের সরণিতে ফিরিয়ে আনতে প্রয়োজনে তার দায়িত্ব নিতেও প্রস্তুত রোনাল্ডো। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, ‘ম্যান ইউয়ের অন্দরে একাধিক পরিবর্তনের প্রয়োজন। শুধু কোচ বদলালেই সমস্যা মিটবে না। আশা করছি, বর্তমান কোচ আমোরিমের হাত ধরে দল ঘুরে দাঁড়াবে। পর্তুগালে তিনি দারুণ কাজ করেছেন। তবে মনে রাখতে হবে, ইপিএল বিশ্বের সবচেয়ে কঠিন লিগ। তাই তাঁর জন্য লড়াইটা সহজ হবে না।’
একই সঙ্গে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসের ব্যালন ডি’ওর না পাওয়া নিয়েও মুখ খুলেছেন রোনাল্ডো। একহাত নিয়েছেন আয়োজকদের। তাঁর কথায়, ‘ভিনিসিয়াসের এবার ব্যালন ডি’ওর জেতা উচিত ছিল। বলতে দ্বিধা নেই, ওর সঙ্গে অন্যায় করা হয়েছে। রড্রির যোগ্যতা নিয়ে কোনও সংশয় নেই, তবে এবার ভিনিসিয়াসকে পুরস্কারটা দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ফাইনালে গোলও করেছে।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা