খেলা

সুন্দর-নীতিশের পর দাপট সিরাজ-বুমরার, বড় লিড অস্ট্রেলিয়ার, মেলবোর্নে কে করবে বাজিমাত?

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর: খাদের কিনারায় ছিটকে যাওয়া ভারতকে তৃতীয় দিনে ম্যাচে ফিরিয়েছিলেন নীতীশ রেড্ডি। তাঁর সঙ্গ দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। আজ, রবিবার চতুর্থ দিনে সিরাজ-বুমরার দুরন্ত বোলিং বাড়তি অক্সিজেন জুগিয়েছে ভারতীয় দলকে। কিন্তু তা সত্ত্বেও ভারতকে বড় লিড দিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শেষে ৯ উইকেট হারিয়ে অজিরা করেছে ২২৮ রান। লিড ৩৩৩ রানের। আগামী কাল পঞ্চম দিনে ভারতের একটাই লক্ষ্য, দ্রুত অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করা।
আজ সকালে চতুর্থ দিনের খেলা শুরুর পরেই নাথান লিয়নের শিকার হন নীতীশ। ১১৪ রানে করে তিনি সাজঘরে ফেরেন। নীতীশ আউট হওয়ার পরই ৩৬৯ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব বেশিক্ষণ খেলতে পারেননি দুই অজি ওপেনার খাওয়াজা এবং কনস্টাস। ৬৫ বলে ২১ রান করে সিরাজের স্বীকার হন খাওয়াজা। অন্যদিকে ১৮ বলে ৮ রান করেন কনস্টাস। বুমরার বলে তাঁকে ডাগআউটে ফিরতে হয়। এরপরই শুরু হয় বুমরা এবং সিরাজের ম্যাজিক। দ্বিতীয় ইনিংসেও দাগ কাটতে পারেননি ট্রাভিস হেড। ১ রান করে বুমরার বলে ক্যাচ আউট হন তিনি। বুমরার আরও এক শিকার অ্যালেক্স ক্যারি। ২ রানে করেই তাঁকে ডাগআউটে ফিরতে হয়। প্রথম ইনিংসে ১৪০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ক্রিজে খুব বেশিক্ষণ টিকতে পারেননি স্টিভ স্মিথ। ১৩ রানের মাথাতেই তাঁর উইকেট তুলে নেন সিরাজ। যদিও মার্নাস লাবুশানে এবং প্যাট কামিন্সের ব্যাটে ভর করে ম্যাচে ফেরে টলমল অস্ট্রেলিয়া। তাঁদের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বাঁচায় অজিদের। ১৩৯ বলে ৭০ রান করে সিরাজের শিকার হন লাবুশানে। অন্যদিকে ৯০ রানে ৪১ রান করেন কামিন্স। চতুর্থ দিনের শেষে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ঝুলিতে ২২৮ রান। পঞ্চম দিনে খেলা কোন দিকে গড়ায়, মেলবোর্নে কে বাজিমাত করে, এখন সেটাই দেখার।
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা