খেলা

জোর কদমে ডার্বির প্রস্তুতিতে জেমিরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার আইএসএলের প্রথম মহারণ। মর্যাদার যুদ্ধ জিততে মরিয়া হোসে মোলিনা। পুজোর পর সোমবারই মাঠে নামল সবুজ-মেরুন ব্রিগেড। দলের সব বিদেশি ফুটবলার উপস্থিত থাকলেও আসেননি শুভাশিস আর আপুইয়া। তবে আলাদা অনুশীলন করেন চোটের কবলে থাকা আলবার্তো রডরিগেজ। হাতে এখনও সময় রয়েছে। তাই ম্যানেজমেন্টের ধারণা, আলবার্তোর খেলতে অসুবিধা হবে না। এছাড়াও চোট রয়েছে আশিক কুরুনিয়ান, গ্লেন মার্টিনের। ফিজিওর তত্ত্বাবধানে রিহ্যাব করেন তাঁরা। তবে পেশীর চোট কাটিয়ে উঠেছেন সাহাল আব্দুল সামাদ। ডার্বিতে তাঁর খেলার সম্ভাবনা উজ্জ্বল।
মরশুমের শুরু থেকেই রক্ষণের দুর্বলতায় ভুগতে হয়েছে মোহন বাগানকে। তবে শেষ ম্যাচে মহমেডান স্পোর্টিংকে তিন গোলে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে হোসে মোলিনা ব্রিগেডের। মিনি ডার্বি জয়ের দিন উপরি পাওনা ক্লিনশিট। শনিবারের মহারণেও সেই ধারা বজায় রাখতে মরিয়া স্প্যানিশ কোচ। সোমবার সিচুয়েশন অনুশীলনের পাশাপাশি রক্ষণ সংগঠনে জোর দেন মোলিনা। মহমেডানের বিরুদ্ধে তিন রক্ষণের ফর্মেশন বদলে ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন তিনি। প্রথম একাদশে রেখেছিলেন জেমি ম্যাকলারেনকে। প্রতিপক্ষকে শুরু থেকেই চাপ ফেলার সেই রণকৌশল সফল। পাশাপাশি তিন ডিফেন্ডারের ফর্মেশনও তৈরি। মাঝের চার দিন সেটাই ঝালিয়ে নেবেন। এদিন ম্যাচ সিচুয়েশনের পর বেশ কিছুক্ষণ সেটপিস অনুশীলন করালেন মোলিনা। আগে ফ্রি-কিক বা কর্নার কিক নেওয়ার ক্ষেত্রে পেত্রাতোস ছিলেন অটোমেটিক চয়েস। মহমেডানের বিরুদ্ধে এই ভূমিকায় অনেক ঝকঝকে দেখিয়েছে গ্রেগ স্টুয়ার্টকে। ডার্বিতেও স্টুয়ার্টের কাঁধেই থাকবে সেই গুরুদায়িত্ব।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা