বিকিকিনি

হবু বাবা-মায়ের
একান্ত অবসর

স্বরলিপি ভট্টাচার্য: খবর আছে। দুই থেকে তিন বা চার হওয়া আসন্ন। স্বাভাবিকভাবেই পরিবারে খুশির হাওয়া। কেউ করালেন মিষ্টিমুখ। কেউ বা কিনে আনলেন হবু মায়ের পছন্দের শাড়ি। তার মধ্যে হঠাৎই ঝড়। কারণ? হবু বাবা-মা বলছেন ‘বেবিমুন’-এ যাবেন। সে আবার কী? এসময় যত্নে থাকতে হয়। নিয়মমতো খাওয়া, বিশ্রাম। তার মধ্যে কাজও চলবে। কিন্তু বেবিমুন! বেড়াতে গেলে যদি বিপদ বাড়ে? হাজারো চিন্তা ঘিরে ধরে। হানিমুন পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এ আবার নতুন কী ফ্যাশন?
শুনতে কিছুটা নতুন লাগলেও এই প্রজন্মের কাছে বেবিমুন বেশ জনপ্রিয় একটি কনসেপ্ট। সংসারে নতুন অতিথি আসার আগে শেষবার আপনি-কোপনির বেড়ানো। একান্তে কয়েকটা দিনের ছুটি। এ যেন নতুন দায়িত্বের জন্য ‘ওয়ার্ম আপ’ করে নেওয়া। বিষয়টা এভাবেই দেখতে চান আশুতোষ কলেজের সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান রিমঝিম রায়। তাঁর মতে, ‘বেবিমুন কনসেপ্টকে আমি স্বাগত জানাই। একটা মানুষ জীবনে অনেক ভূমিকা পালন করে। বাবা, মায়ের ভূমিকা পালনের সম্ভাবনা যখন তৈরি হয় অর্থাৎ প্রেগন্যান্সি পিরিয়ডে স্বামী-স্ত্রীর মধ্যে অন্যান্য সমস্যাও তৈরি হয়। যেমন প্রায়োরিটি পরিবর্তন হয়। একটা সম্পর্ককে লালন করার পদ্ধতি পাল্টে যায়। হরমোনের পরিবর্তন হয়। সামাজিক, মানসিক নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। এর একটা প্রস্তুতি প্রয়োজন বলে আমি মনে করি।’
আসলে রিমঝিম মনে করেন স্বামী, স্ত্রীর রয়াসন তৈরি হতেই অনেক সময় লেগে যায়। যেদিন থেকে বিয়ে হল সেদিন থেকেই দু’জন মানুষ স্বামী-স্ত্রী হয়ে ওঠেন না। এটা একটা যাপন। সম্পর্কের লালনপালন করলে তবে সেটা তৈরি হয়। একটা সময়ের পর যখন তাঁরা মনে করছেন আমরা এবার অন্য ভূমিকার জন্য তৈরি, তখন একটা রূপান্তর হয়। রিমঝিমের কথায়, ‘এর দুটো দিক আছে। যে কোনও পরিবর্তন একটা স্ট্রেস তৈরি করে। ‘ইউস্ট্রেস’ হল পজিটিভ অর্থাৎ পজিটিভ ঘটনার জন্য তৈরি স্ট্রেস এবং ‘ডিসস্ট্রেস’ হল নেগেটিভ। হানিমুনে পাঠানো হয় কেন? কারণ দু’জন দু’জনকে বুঝে নিক। সেখানে যেন প্রভাবিত করার জন্য তৃতীয় ব্যক্তি না থাকে। বেবিমুনও আমি সে কারণেই সমর্থন করব। বাবা, মায়ের ভূমিকায় ঢোকার আগে নিজেদের বোঝাপড়া। একে অপরের সঙ্গে মানসিক সংযোগ তৈরি করা, যত্ন করার জন্য এটা প্রয়োজন।’ 
বছর দুয়েক আগে মা হয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। দিনের বেশিরভাগ সময়ই এখন কাটে ছেলে কেশবকে নিয়ে। তিনি এবং তাঁর স্বামী তথা অভিনেতা রাজা গোস্বামী কিন্তু কেশবের জন্মের আগে বেবিমুনে যাওয়ার সুযোগ পাননি। কেন? মধুবনী বললেন, ‘সেসময় কোভিডের জন্য আমরা কোনও ঝুঁকি নিইনি। আর আমি এক্ষেত্রে একটু সেকেলে। একটা প্রাণ যখন শরীরে এল, তখন থেকে খুব নিয়মে থাকা উচিত। প্রথম তিন মাস খুব সাবধানে থাকতে হবে। কোনও চিকিৎসক নেই হয়তো যিনি বলবেন, ওই তিন মাসে যা খুশি করো। আসলে শহরের বাইরে গেলে কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে পরিবার বা চিকিৎসক নাও পেতে পারি। সেটা ভেবে সিদ্ধান্ত নিলে ভালো। কিন্তু যাঁরা যেতে চান, একটাই পরামর্শ সাবধানে থাকুন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে যান।’ 
এ বিষয়ে রিমঝিমও একমত। ‘প্রেগন্যান্সিতে শারীরিক অবস্থা কেমন, সেটা মাথায় রাখতে হবে। সুস্থ অবস্থায় বেড়াতে যেতে পারলে সেই অনুযায়ী ট্যুর প্ল্যান করুন। চিকিৎসকের পরামর্শ নিয়েও প্ল্যান করতে পারেন। শারীরিক ভাবে অতটা পেরে উঠবেন না মনে হলে শহরের মধ্যেই কোনও রিসর্টে গিয়ে সময় কাটান। যাতে যে কোনও মুহূর্তে আপনার সমস্ত যোগাযোগকে ব্যবহার করতে পারেন। নিজের ক্ষতি না করে নিভৃত সময়টা কীভাবে ব্যবহার করবেন সেটা গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির মতো।’ 
ব্যস্ত দৈনন্দিনে নতুন দায়িত্ব আসা মানেই, নতুন ভাবনা। এই সত্য অস্বীকার করার কোনও জায়গা নেই। আপনার সন্তানকে ভালো রাখার তাগিদেই আপনার আগে ভালো থাকা প্রয়োজন। তাই বেবিমুন যদি আপনাকে সেই খোলা হাওয়া এনে দিতে পারে, যদি ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এহেন একান্ত অবসর নাগরিক জীবনকে আরও সহজ করে তোলে, তাহলে সবদিক বিবেচনা করে পরিকল্পনা করেই ফেলুন। নতুন কিছুর সাক্ষী হবেন নিশ্চিন্তে।
মনে রাখবেন:
১) বিমানে যাতায়াত করলে ননস্টপ বিমান বুকিং করুন। কম দূরত্বের বিমানপথ বেছে নিন।
২) যেখানে বেড়াতে যাবেন, তার আশপাশের হাসপাতাল সম্পর্কে খোঁজ নিয়ে রাখুন। নিজের সব প্রেসক্রিপশন, ওষুধ সঙ্গে রাখুন। মেডিক্যাল ইনশিওরেন্সের বিষয়ে যেন স্পষ্ট ধারণা থাকে।
৩) বাজেট করে বেবিমুনের পরিকল্পনা করুন। কারণ সন্তান জন্মের পর খরচ বাড়বে। ফলে নিজেদের ক্ষমতা সম্পর্কে সচেতন থাকতে হবে। 
৪) শুধুমাত্র প্রথম সন্তানের ক্ষেত্রে নয়। পরবর্তী সন্তানের ক্ষেত্রেও বেবিমুন প্ল্যান করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রথম সন্তান এবং গোটা পরিবার আপনাদের উপর কতখানি নির্ভরশীল, সেটা অবশ্যই বিবেচ্য। তাই ভেবে পরিকল্পনা করুন।
17Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা