বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি

কাঠের পাখা

বাড়ির অন্দরমহল একঘেয়ে হয়ে যাচ্ছে ভেবে অনেকেই ছ’মাস অন্তর তা বদলে ফেলেন। ঘরের সাজের আবার নানারকম। কেউ হয়তো ঘর ঢেলে সাজান, কেউ বা সামান্য জিনিসপত্র বদলে গৃহসজ্জায় আনেন বৈচিত্র্য। কেউ আবার শুধুই একটা কোনও ঘরের ভোল বদল করেন। একটি বৈচিত্র্যপূর্ণ সাজের কথা ভেবে দেখতে পারেন যা আধুনিক ঘরের সঙ্গে খুবই মানানসই। এর মাধ্যমে লিভিং রুম থেকে বেডরুম, গেস্টরুম থেকে লাইব্রেরি সর্বত্রই ‘নিউ লুক’ বা নতুনত্বের ছোঁয়া আনতে পারেন। তার নাম কাঠের পাখা। হ্যাঁ, এখনকার অন্দরসজ্জায় বেশ ট্রেন্ডিং এই ধরনের সিলিং ফ্যান। এখন প্রশ্ন হল এই ফ্যান লাগিয়ে কি শুধুই ঘরের সাজ বদলানো যায়? নাকি এর কিছু বাড়তি গুণও রয়েছে যা সাধারণ সিলিং পাখায় নেই? 
 বিশেষজ্ঞদের দাবি এই পাখার প্রথম গুণ হল এতে কোনও আওয়াজ হয় না। ফলে লিভিংরুমে অথবা বেডরুমে এই পাখা লাগালে শান্তিতে টিভি দেখা, আড্ডা দেওয়া বা নির্বিঘ্নে ঘুমানো যায়। 
 এছাড়া বাড়ির সৌন্দর্যায়নও একটা বড় ব্যাপার। ঘরের সাজে আভিজাত্য আনতে এই ধরনের পাখা অবশ্যই লাগাতে পারেন। কাঠের যে কোনও জিনিসই অভিজাত দেখতে লাগে। পাখাতেও যে তার অন্যথা হবে না তা বলাই বাহুল্য। 
 এই পাখায় যে মোটর লাগানো হয় সেগুলো সাধারণ পাখার তুলনায় একটু বড়। সেই কারণে এই পাখায় হাওয়া বেশি হয়। তাছাড়া ঘরের অনেকটা অংশে ছড়িয়ে পড়ে এই পাখার হাওয়া, তাও ওই বড় মোটরের সৌজন্যে।
 ইলেকট্রিশিয়ান বাবলু মণ্ডল জানালেন, এই পাখার ব্লেডগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে তাতে ডুয়াল রোটেশনের (দু’দিকে ঘোরা) প্রযুক্তি থাকে। ফলে এই পাখা চালালে তাড়াতাড়ি ঠান্ডা হয়। তিনি আরও বললেন প্রচণ্ড গরমে এই পাখা যথেষ্ট শীতল ভাব তৈরি করতে পারে। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা ভালো। আপনার ঘরের মাপ যত বড় হবে, এই পাখা ততই ভালো কাজ করবে।
 এই ধরনের পাখা নিয়মিত চালালেও বিদ্যুৎ খরচ কম বলেই বিভিন্ন সংস্থার দাবি। মাসের শেষে ইলেকট্রিক বিলে তার প্রতিফলন দেখা যায়। 
 বিশেষজ্ঞদের দাবি, এই পাখা সাধারণ ফাইবারের তৈরি পাখার তুলনায় বেশি টেকসই। তাছাড়া এতে অ্যালুমিনিয়ামের মোটর ব্যবহার করা হয় বলে সারাক্ষণ চলার পরেও তা গরম হয় না।
 ফেংশ্যুই বিশেষজ্ঞরা বলেন এই পাখা নাকি বাস্তুসম্মত। এর ব্যবহারে বাড়িতে তাই সুখ সমৃদ্ধি বাড়ে। 
 বাড়ির অন্দরসজ্জার সঙ্গে খাপ খাইয়ে এই পাখা তৈরি করানো যায়। কাঠের ব্লেডের পালিশ আপনার চাহিদা মতো করে দেওয়া সম্ভব। তাই অনেকেই ঘরের অন্যান্য আসবাবের সঙ্গে রং মিলিয়ে পালিশ করান এই পাখায়। 
 এই পাখার ব্লেডগুলো বিশেষ প্রযুক্তির ব্যবহারে পালিশ করানো হয়। কাঠের ক্ষেত্রেও তা দীর্ঘ দিন ধরে প্রসেস করিয়ে তবেই এই ধরনের পাখা বানানো হয়। ফলে ঘূণ ধরা, পোকা লাগা ইত্যাদির সমস্যা এই পাখায় থাকে না। 
 পরিষ্কার করার ক্ষেত্রে নরম কাপড় দিয়ে প্রথমে মুছে ঝুল ময়লা ফেলে দিন। তারপর যে কোনও ফ্লোর ক্লিনার স্প্রে করে তা আবারও কাপড় দিয়ে মুছে নিন। পরিষ্কার হয়ে যাবে এই পাখা। 
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা