বিকিকিনি

টুকরো  খবর

গৃহসজ্জায় পোদ্দার ওয়ালপেপার
বাড়ির বাইরের সজ্জা থেকে অন্দরের সাজ— সবটুকু মনের মতো করে তুলতে ভরসা রাখতে পারেন পোদ্দার ওয়ালপেপার অ্যান্ড ব্লাইন্ডস কোং-এর উপর। রঙের চেয়েও কম খরচে ওয়ালপেপার মিলবে এখানে। দেওয়ালকে মনের মতো সাজাতে ও দেওয়ালের সব খুঁত ঢেকে দিতে এই ওয়ালপেপারগুলো অত্যন্ত কার্যকর। এছাড়া নকশাদার এলইডি নেমপ্লেটও এখানে মিলবে। বাড়ি বা ফ্ল্যাটের বারান্দায় কৃত্রিম বাগান তৈরিতেও এই সংস্থা থেকে যাবতীয় উপকরণ কিনতে পারেন। আজকাল পরদার পরিবর্তে ঘরের ভিতরে বিভিন্ন রকমের ব্লাইন্ডস ব্যবহার করা হয়। সেসবও মিলবে। ঘর সাজানোর জন্য কৃত্রিম গাছ, পশুপাখি ও ফুলও পাবেন এখানে। ঠিকানা: ৭, এজেসি বোস রোড, কলকাতা। অর্ডার করতে পারেন এদের ওয়েবসাইট www.poddarwallpaper.com-এ।

ইকো প্রিন্টিং-এর কর্মশালা
বর্তমান প্রজন্মকে পরিবেশবান্ধব কাজে অভ্যস্ত করে তুলতে সম্প্রতি বিবেকানন্দ অনুশীলন-বিবেক  বিকাশ, বহরমপুরের পক্ষ থেকে ‘বোটানিক্যাল ইকো প্রিন্টিং’ শীর্ষক এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। শিশু, কিশোরদের রাসায়নিক দ্রব্যের কুপ্রভাব সম্বন্ধে সচেতন করাই ছিল মূল উদ্দেশ্য। প্রকৃতি থেকে ফুল,পাতা সংগ্রহ করে কাপড় ও হাতে তৈরি কাগজের উপর প্রিন্ট নেওয়ার পদ্ধতি শেখানো হয় এই কর্মশালায়। যা নান্দনিকতা ও সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করে। আদতে এটি স্বনির্ভর হয়ে ওঠার একটি মাধ্যম। বিভিন্ন বয়সের প্রায় ৬৩ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। এটি পরিচালনা করেন শান্তিনিকেতন কলাভবনের প্রাক্তনী শিল্পী সুনন্দা সান্যাল। 

সল্টলেকে ভিন্ন স্বাদের প্রদর্শনী ‘নারী’
সল্টলেক সেক্টর ওয়ানের নক্ষত্র আর্ট গ্যালারিতে শুরু হয়েছে ভিন্ন স্বাদের প্রদর্শনী ‘নারী’। এই প্রদর্শনীতে ভারতীয় মহিলা চিত্রশিল্পীদের কিছু শিল্পকর্মের সম্ভার দেখছেন দর্শক। ৩১ মে থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ২৯ জুন প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। লীলা মুখোপাধ্যায়, সীমা কোহলি, বিনীতা দাশগুপ্ত, সত্যভামা মাঝি, চৈতালি চন্দ, অনুক্তা মুখোপাধ্যায় ঘোষ, জয়শ্রী চক্রবর্তীর মতো প্রখ্যাত চিত্রশিল্পীদের শিল্পকর্মগুলি রয়েছে এই প্রদর্শনীতে। ‘নারী’র কিউরেটর মৌসুমী মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, ‘নারীরা স্বভাবগতভাবে অফুরন্ত ও শর্তহীন ভালোবাসার ধারক। একজন নারীর মধ্যে একইসঙ্গে কোমলতা ও কাঠিন্য, বাস্তববাদী ও আধ্যাত্মিক চেতনা থাকে। তা উদযাপন করার জন্যই এই আয়োজন।’

কলম ও কালির আস্তানা স্টারমার্ক-এ
স্টারমার্ক বুকস্টোরে চালু হয়ে গেল ‘ইঙ্ক স্টেশন’। নতুন এই ইঙ্ক স্টেশনে মিলবে লাল ও নীল কালি। তাদের নাম দেওয়া হয়েছে ‘প্যাশনেট রেড’ ও ‘ব্লু ব্লাড’। এই বুকস্টোরের ২৫ তম জন্মদিনের সময়ইে এখানে অনুষ্ঠিত হয় পেন ফেস্টিভ্যাল। সেখানে দেশ-বিদেশের প্রায় ৫০-৬০টি সংস্থার তৈরি কলম ও কালি দিয়ে সেজে ওঠে এই উৎসব। সূচনা করেন শিল্পী, হস্তলেখা ও ক্যালিগ্রাফি বিশেষজ্ঞ অধ্যাপক কে সি জনার্দন, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, সুলেখা কালি-র কর্ণধার কৌশিক মৈত্র, ইমামি গ্রুপের সহ প্রতিষ্ঠাতা রাধেশ্যাম গোয়েঙ্কা ও ক্রস পেনস-এর কান্ট্রি হেড তুষার চন্দ্র। এই প্রসঙ্গে স্টারমার্ক-এর সিইও গৌতম জাটিয়া বলেন, ‘স্টারমার্ক-এ অগণিত লেখক ও পাঠক ভিড় করেন। এখানে বইয়ের পাশাপাশি ভালোমানের কলম ও কালি পাওয়া গেলে সেটা আমাদের গ্রাহকদের কাছেও বিশেষ সুবিধাজনক হয়ে উঠবে। প্রাইভেট রিজার্ভ, ল্যামি, ল্যাপিস বার্ড, কৃষ্ণা ইঙ্কস, সুলেখা-সহ নানা সংস্থার কালি এখানে মিলবে।’

আই গ্ল্যাম-এর সৌন্দর্য প্রতিযোগিতা শহরে
সম্প্রতি কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হল ডাবর গুলাবারি আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা ‘আই গ্ল্যাম’। ‘মিস অ্যান্ড মিসেস গুলাব-পরি বেঙ্গল’, ‘নবম বর্ষীয় মিস্টার বেঙ্গল’ ও ‘ষষ্ঠ বর্ষীয় জুনিয়র বেঙ্গল’-ও ছিল এই সৌন্দর্য প্রতিযোগিতার অংশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌবনী সরকার ও আই গ্ল্যাম-এর প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর দেবযানী মিত্র। বিভিন্ন গুণের প্রকাশ, বুদ্ধির পরিচয়, ফ্যাশন ওয়াক, ইন্টারভিউ-সহ প্রতিযোগিতার সবক’টি পর্বই ছিল উত্তেজনায় ঠাসা। এমন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আনন্দিত মৌবনী জানালেন, ‘ভবিষ্যতের তারকাদের কাছে আই গ্ল্যাম খুবই জরুরি মঞ্চ। নিজেদের গুণ ও দক্ষতা প্রদর্শনকারীদের পাশে থাকা ও তাঁদের উৎসাহ দেওয়াকে আমি নিজের কর্তব্য বলেই মনে করি।’

মানি স্কোয়ার-এর জন্মদিনে নানা অফার 
১৬তম জন্মদিন পালনে নতুন করে সেজে উঠল মানি স্কোয়ার মল। গত ২০০৮ সাল থেকে শহরের বুকে এই মল-এর পথচলা শুরু হয়। শহরে ফ্যাশন, লাইফস্টাইল, ডাইনিং ও বিনোদনের অন্যতম সেরা ঠিকানা এই মল। বিভিন্ন দেশি ও বিদেশি ব্র্যান্ডের জিনিসপত্র এখানে মেলে। খুব শীঘ্রই আরও নতুন কিছু বিদেশি ব্র্যান্ডের বিপণি এখানে ঠাঁই পেতে চলেছে। গত ১৫ জুন থেকে এখানে শুরু হয়েছে জন্মদিন পালন। একটি বিশাল কেক কেটে জন্মদিনের সূচনা করেন মানি গ্রুপের সিইও সঞ্জয় ঝুনঝুনওয়ালা ও অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। উদযাপন চলবে গোটা মাসভর। সেই উপলক্ষ্যে শপিং বিভাগে থাকছে নানা আকর্ষণীয় অফার। বিনোদন বিভাগে পাবেন নানা মিউজিক শো, লাইভ পারফরম্যান্স ও সেলিব্রিটিদের উপস্থিতি। খাবারদাবারেও থাকবে নানা অফার ও ফেস্টিভ্যাল। এছাড়াও গ্রাহকদের জন্য নানা প্রতিযোগিতা ও পুরস্কারের আয়োজনও থাকবে। এই উপলক্ষ্যে মানি গ্রুপের পক্ষ থেকে সুদর্শনা গঙ্গোপাধ্যায় জানান, ‘১৬তম জন্মদিনে গ্রাহকদের নানা উপহার ও পুরস্কারে ভরিয়ে তুলতে আমরা প্রস্তুত।’
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়
7d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৬৯ টাকা১০৭.১৪ টাকা
ইউরো৮৭.৬৮ টাকা৯০.৭৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা