বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি

ঘরে বসে রোজগার: সুগন্ধি

বাড়িতে তৈরি করলে হতে পারে উপার্জন। কীভাবে? রইল হদিশ। 

ঘরোয়া ব্যবহারের জন্য বানানো সুগন্ধি
উপকরণ: জুঁই, বেল বা গোলাপ ফুলের পাপড়ি ১ কাপ, (চন্দনের গন্ধযুক্ত সুগন্ধি চাইলে চন্দনের গুঁড়ো  কাপ), জল সামান্য।
পদ্ধতি: যে ফুলটি বেছেছেন তার পাপড়িগুলো জলে ধুয়ে নিন। তারপর একটা পাত্রে নরম কাপড় পেতে তার উপর এই ফুলের পাপড়ি রেখে তা জলে ভরে দিন। তারপর এই পাত্রটি ঢাকা দিয়ে ২৪ ঘণ্টা রেখে দিন। এরপর কাপড় নিংড়ে একটা স্যসপ্যানে ফুলের পাপড়ির জল ঢেলে দিন। নিংড়ানোর সময় দু’-একটা পাপড়ি স্যসপ্যানে পড়লেও ক্ষতি নেই। এবার খুবই ঢিমে আঁচে এই জল ক্রমাগত নাড়তে নাড়তে ফোটান। ততক্ষণ ফোটাবেন যতক্ষণ না জল কমে দু’চামচ হয়ে যাচ্ছে। এই নির্যাস একটু তেলতেলে হবে। এবার একটা শিশিতে এই নির্যাস ঢেলে তার সঙ্গে এক চামচ জল (অর্ধেক পরিমাণ) মিশিয়ে শিশির মুখ বন্ধ করে রেখে দিন ৪৮ ঘণ্টা। দেখবেন দুটো তরল মিশে যাবে। এবার তা সামান্য ঝাঁকিয়ে শিশির মুখ খুললেই আপনার কাঙ্ক্ষিত সুগন্ধি পেয়ে যাবেন। চন্দনের গুঁড়ো দিয়ে সুগন্ধি বানাতে হলেও একই পদ্ধতি মেনে চলুন।
 
ব্যবসায়িক ব্যবহারের জন্য বানানো সুগন্ধি
উপকরণ: রোজ বা গোলাপের এসেনশিয়াল অয়েল ৬ ফোঁটা, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ৯ ফোঁটা, অরেঞ্জ এসেনশিয়াল অয়েল ১০ ফোঁটা, অ্যালকোহল ৫ মিলি, জল ৫ মিলি।
পদ্ধতি: শিশিতে প্রথমে রোজ এসেনশিয়াল অয়েল ঢালুন। তার উপর অরেঞ্জ এসেনশিয়াল অয়েল এবং তারপর ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ঢালুন। এরপর অ্যালকোহল মিশিয়ে শিশির মুখ বন্ধ করে ৪৮ ঘণ্টা রেখে দিন। প্রতিটি সুগন্ধ মিশে যাবে। শিশির ঢাকা খুলে তাতে জল মিশিয়ে ঝাঁকিয়ে নিন। ব্যস, সুগন্ধি তৈরি। এটি সাইট্রাস ফ্লেভারের সুগন্ধি। এসেনশিয়াল অয়েলে ফ্লেভার অনুযায়ী সুগন্ধ এক একরকম হবে। যখন মেশাবেন তখন যে সুগন্ধ চাইছেন, সেটা সবচেয়ে বেশি নিয়ে অন্যগুলো ২:৩ অনুপাতে মেশাবেন।

কীভাবে গড়ে তুলবেন ব্যবসা?
 একসঙ্গে অন্তত ১০০টা সুগন্ধির শিশি তৈরি করে তবেই ব্যবসায় নামার কথা ভাবুন।
 যে শিশিতে সুগন্ধি বেচবেন সেগুলো যেন সুন্দর দেখতে হয়।
 গরমের সুগন্ধ শীতে ততটা মানানসই নয়। বর্ষায় গাঢ় সুগন্ধযুক্ত পারফিউম চান অনেকে— এগুলো মাথায় রাখুন। 
 বিশিষ্ট ব্যক্তিত্বদের নিজের তৈরি সুগন্ধি উপহারস্বরূপ পাঠান এবং তাঁদের মতামত নিন। সেগুলোও বিজ্ঞাপনে ব্যবহার করুন।      
 বাজার ঘুরে সাধারণ সুগন্ধির দরদাম জেনে নিন। বাজারচলতি দামের তুলনায় সামান্য কম দামে নিজের জিনিস বিক্রি করুন।       
 
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা