দক্ষিণবঙ্গ

জুন মাসের আগেই সহায়ক মূল্যে ৮২ শতাংশ ধান কিনল খাদ্যদপ্তর

সংবাদদাতা, সিউড়ি: ভোটের মধ্যেও বীরভূমে প্রায় ৮২ শতাংশ বোরো ধান কেনার কাজ শেষ করেছে খাদ্যদপ্তর। এখনও জেলার প্রতিটি সিপিসিতে প্রতিদিন স্বাভাবিক নিয়মে ধান বিক্রি করছেন চাষিরা। এবছর স্বাভাবিক নিয়মে কোনও বাধা ছাড়াই সুষ্ঠুভাবে জেলাজুড়ে বোরো ধান চাষ শেষ করতে পেরেছেন চাষিরা। নদীতে জলের পর্যাপ্ত জোগান থাকায় এবার সেচেরও সমস্যা বিশেষ দেখা দেয়নি। তাই সঠিক সময়ে চাষ শেষ করার পর এখন সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করছেন চাষিরা। ফলে সহজেই এবার লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাবে বলে আশাবাদী প্রশাসনের আধিকারিকরা।
জেলা খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর এই জেলায় প্রায় ৩ লক্ষ ৬৯ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। ভোট চলাকালীন ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ মেট্রিক টন ধান কেনার কাজ সম্পূর্ণ হয়েছে। চাষ শেষ হওয়ার পর ইতিমধ্যেই ৯৫ শতাংশ জমির ধান কাটার কাজ শেষ হয়েছে। বাকি পাঁচ শতাংশ চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী কৃষিদপ্তর। অর্থাৎ আগামী মাসের কয়েকদিনের মধ্যেই ধান কেনার লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে করছেন খাদ্যদপ্তরের আধিকারিকরা। বিক্রির আগে চাষিদের ঝাড়াই করে শুকিয়ে উন্নত গুণমানের ধান বিক্রির পরামর্শ দিচ্ছেন আধিকারিকরা। ধানের গুনগত মান উন্নত করার জন্য চাষিদের পরামর্শ দিয়েছে খাদ্যদপ্তর। ধান কেনার জন্য জেলাজুড়ে ৪১টি স্থায়ী সিপিসি ও আটটি মোবাইল সিপিসি চালু রাখা হয়েছে। এছাড়াও জেলার ৪৮টি এসএইচজি গ্রুপ এবং প্রায় ১৩০টি সোসাইটি সিএমআর এজেন্সির মাধ্যমে এই ধান কেনার কাজ করছে। ফলে চাষিরা এইসব ধান বিক্রয় কেন্দ্রে অনায়াসে বিক্রি করতে পারছেন। 
রাজনগর ব্লকের চাষি সঞ্জয় দাস, আমির শেখ বলেন, এবার চাষে খুব একটা সমস্যা হয়নি। নির্দিষ্ট সময়ে বোরো চাষ শুরু ও শেষ করা গিয়েছে। ফলন ভালো হয়েছে। যথা সময়ে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রিও করেছি আমরা। এখন অন্যান্য সব্জি চাষের দিকে নজর রাখছি। 
দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েত এলাকার এক চাষি সমীর দাস বলেন, এবার আমরা মেশিনের মাধ্যমে ধান কাটার কাজ করেছি। ফলে ধান ঝাড়াই করতে খুবই সুবিধা হয়েছে। ইতিমধ্যেই আকাশের অবস্থা খারাপ হওয়ার আগেই আমরা ধান বিক্রি করেছি। জেলা খাদ্যদপ্তরের আধিকারিক অমৃত ঘোষ বলেন, এবার খুব সুষ্ঠুভাবে বোরো চাষ সম্পূর্ণ হয়েছে। ৮২ শতাংশ ধান কেনার কাজও প্রায় শেষ। আমাদের প্রতিটি ক্রয় কেন্দ্র ধান কেনার জন্য প্রস্তুত রয়েছে। চাষিরা নিজেদের ধান ঝাড়াই করে শুকিয়ে নিয়ে এলেই তাঁরা বিক্রি করতে পারবেন অনায়াসে। ধান কেনার ক্ষেত্রে এখনও অবধি কোথাও কোনও সমস্যা হয়নি।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা