দক্ষিণবঙ্গ

ক্রেডিট কার্ড থেকে গায়েব ৩০ হাজার টাকা, পুলিসের দ্বারস্থ নলহাটির যুবক

সংবাদদাতা, রামপুরহাট: ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার হলেন নলহাটি শহরের এক যুবক। তিন দফায় তাঁর ক্রেডিট কার্ড থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। বুধবার পুরো বিষয়টি লিখিতভাবে নলহাটি থানায় জানিয়েছেন ওই যুবক। পুলিস তাঁকে সিউড়ির সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে।
নলহাটির ৭ নম্বর ওয়ার্ডের গির্জাপাড়ার বাসিন্দা মোতাহার শেখ। তিনি স্টেট ব্যাঙ্কের একটি ক্রেডিট কার্ড ব্যবহার করতেন। এদিন ব্যাঙ্কে এসে তিনি জানতে পারেন, তাঁর ক্রেডিট কার্ড থেকে কিছুদিন আগে এক দিনে দু’দফায় ২০ হাজার ও পরে আরও ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। মোতাহার বলেন, অক্টোবর মাসে অনলাইনে ক্রেডিট কার্ড ব্যবহার করে একটি ফ্রিজ কিনি। নভেম্বর থেকে ৬৯৫ টাকা করে কিস্তি বাবদ কাটছিল। মোবাইলে মেসেজও আসছিল। কিন্তু মার্চ মাস থেকে কোনও মেসেজ আসে না। এদিন সেই বিষয় নিয়ে জানতে ব্যাঙ্কে গিয়ে মাথায় হাত পড়ে যায়। আমার ক্রেডিট কার্ড থেকে ৩০ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে বলে জানতে পারি। ক্রেডিট কার্ডে টাকা না থাকার কারণে ফ্রিজের কিস্তি কাটছে না।
ওই যুবক বলেন, মাঝে একবার পেট্রল পাম্পে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাইকে পাঁচশো টাকা তেল ভরা ছাড়া ব্যবহারই করিনি। তাঁর কাছ থেকে ক্রেডিট কার্ডের তথ্য ও ওটিপিও কেউ জানতে চায়নি। তারপরও কীভাবে এতগুলো টাকা তুলে নেওয়া হল, ভেবে পাচ্ছি না। অবশেষে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি নলহাটি থানায় লিখিত অভিযোগ করেন। থানার এক অফিসার বলেন, নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার কিনারায় সাইবার থানার সাহায্য নেওয়া হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা