দক্ষিণবঙ্গ

বিয়ে বাড়িতে ভোট! সেলফি তুলে সোশ্যাল মিডিয়া ভরালেন ভোটাররা 

নিজস্ব প্রতিনিধি, ইন্দাস: ফুলের তোড়া দিয়ে তৈরি করা হয়েছে বড় গেট। পাশেই রয়েছে সেলফি পয়েন্ট। ভিড়ের চোটে সেখানে দাঁড়িয়ে সেলফি তোলার সুযোগ পাওয়াটাই দায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তবেই সেলফি তোলার সুযোগ মিলছে। সেখান থেকে কিছুটা দূরেই করা হয়েছে চা স্টল। রয়েছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়ার জন্য তৈরি করা হয়েছে প্যান্ডেল। প্রায় ২০ থেকে ২৫টি ফ্যান সেখানে ঘুরছে। রান্নারও আয়োজন করা হয়েছে। আপ্যায়নের জন্য গেটের বাইরে দু’জন ঠাঁয় দাঁড়িয়ে রয়েছেন। ভাবছেন এটা কোনও বিয়ে বাড়ির ছবি? একদম ভুল ধারণা। বাঁকুড়ার ইন্দাস উচ্চ বিদ্যালয়ের ১৪১  নম্বর বুথ এভাবেই সাজিয়ে তোলা হয়েছিল। আলঙ্কারিক নাম দেওয়া হয়েছিল পিঙ্ক ওমেন পোলিং স্টেশন। এই বুথের সমস্ত ভোট কর্মীই মহিলা। নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্র বাহিনীর জওয়ান থেকে রাজ্য পুলিসের কর্মীরাও মহিলা।
বুথের বাইরে দাঁড়িয়ে থাকা ভোট কর্মী কেয়া দত্ত বলেন, ভোট মানে গণতন্ত্রের উৎসব। সেই কারণে বুথের মধ্যেও আমরা উৎসবের পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছিলাম। এখানে ভোট দিতে আসা ভোটারদের জন্য সমস্ত রকম সুবিধা ছিল। গরমের কথা ভেবে তৈরি করা হয়েছিল মেডিক্যাল ক্যাম্প। কলসির ঠান্ডা জলেরও বন্দোবস্ত করা হয়েছিল।
বুথের বাইরে দাঁড়িয়েছিলেন মহিলা পুলিস কর্মী টুম্পা পাল। তিনি বলেন, এখানে ডিউটি করে অন্যরকম অনুভূতি হল। একবারের জন্য ভোটকেন্দ্রে উত্তেজনা ছড়ায়নি। ভোটাররা উৎসবের মেজাজে এসে ভোট দিয়েছেন। সেলফি তুলে তাঁরা হাসিমুখে বাড়ি ফিরেছেন। 
ভোট কেন্দ্রের বাইরে সেলফি পয়েন্টে ছবি তুলতে ব্যস্ত ছিলেন পায়েল মাঝি, চম্পা কুমারীরা। তাঁরা বলেন, ভোট দিতে এসে এরকম ছবি তোলার সুযোগ পাব ভাবতে পারিনি। প্লাস্টিকের ফুল দিয়ে ডিয়ার সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছিল। চারিদিক সাজানো গোছানো ছিল। তাই ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাইনি।
ভোট দিতে আসা শিল্পা দাস বলেন, ভোটকেন্দ্র অনেকটা বিয়ে বাড়ির মতো লাগছিল। ভালো লাইক কমেন্ট পাওয়া যাবে, সেই কারণেই ভোট দেওয়ার পর সেলফি তুলেছি।
কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার প্রতিটি লোকসভা কেন্দ্রেই মডেল বুথ তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। অনেক জায়গাতেই তা হয়। কিন্তু, ইন্দাস উচ্চ বিদ্যালয়ের বুথের ছবিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। অন্যান্য জায়গার মতো এখানে কেন্দ্রীয় বাহিনীর চোখরাঙানি ছিল না। বরং তারা ভোটারদের স্বাগত জানাচ্ছিল। ভোটাররা বলেন, বিয়ে বাড়ি না ভোটকেন্দ্র তা ছবি দেখে অনেকেই দ্বিধায় পড়বেন। শুধু এখানে সানাইয়ের সুর ছিল না। তাছাড়া সমস্ত রকম আয়োজন ছিল। বরযাত্রীর ভূমিকায় ছিলেন ভোটাররা। আর ভোটকর্মীদের আপ্যায়ণ ছিল কনে পক্ষের মতোই।  একটি আদর্শ ভোটকেন্দ্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা