বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বাবা রাজমিস্ত্রি, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় দ্বাদশ স্থান দখল ছেলের

সংবাদদাতা, জঙ্গিপুর: সামান্য রাজমিস্ত্রি ঘরের ছেলে হয়ে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় রাজ্যে দ্বাদশ স্থান দখল করে সকলকে তাক লাগালেন জঙ্গিপুরের যুবক। রঘুনাথগঞ্জ থানার ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মঙ্গলজোনের বাসিন্দা রাহুল শেখ। পিতা হাসিবুল শেখ পেশায় রাজমিস্ত্রি। মা সাধারণ এক গৃহবধূ। হাসিবুল সাহেব আর্থিক দূরবস্থার কারণে সেভাবে পড়াশোনা করার সুযোগ পাননি। কিন্তু ছেলেমেয়েদের মানুষ করতে হবে, এমনই স্বপ্ন দেখতেন তিনি। তাই প্রৌঢ়ত্বে পৌঁছে ও ছেলেদের পড়ার খরচ জোগাতে এই বয়সেও কাজে যান। ইতিপূর্বে বার দু’য়েক ব্যর্থ হলেও অদম্য জেদ আর অধ্যবসায়ে তৃতীয়বারে সফল হন রাহুল। বাবার স্বপ্ন ও ছেলের অদম্য পরিশ্রমে এবার বিচারকের চেয়ারে বসতে চলেছেন ছাপোষা পরিবারের সন্তান রাহুল।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রকাশিত হয়েছে রাজ্য জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২২ এর ফলাফল। রাজ্য ২৯ সফলের তালিকার দ্বাদশতম স্থান দখল করেছেন রাহুল। এই পরীক্ষায় জেলার একমাত্র সফল তিনিই। তিনি প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কাজে যোগ দেবেন। রাহুল ২০১০ সালে বারালা রামদাস সেন হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেন। সেই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ভর্তি হন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মুর্শিদাবাদ ক্যাম্পাসে। বিএএলএলবি কোর্সে পড়াশোনা শুরু করেন তিনি। পড়াশোনার ফাঁকেই জুডিশিয়াল পরীক্ষার প্রস্তুতি শুরু করেন রাহুল। বছর চারেক আগে আইন নিয়ে স্নাতকোত্তর পাস করেন পঞ্জাবের সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে। বর্তমানে তিনি পিএইচডি পাঠরত। রাহুলের দাদা সিভিক ভলান্টিয়ার,  এক ভাই ইঞ্জিনিয়ারিং পড়ার পাট চুকিয়ে কাজের সন্ধান করছেন। ছোটো ভাই এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।  রাহুলের বাবা হাসিবুল শেখ বলেন, অভাব ও টনটনের কারণে লেখাপড়ার সুযোগ পাইনি। চেয়েছিলাম ছেলেমেয়েরা লেখাপড়া করে মানুষ হোক। ওদের বলতাম, তোমরা পড়ে যাও আমি পাশে আছি। রাহুলের মা তানজিরা বিবিও ছেলেকে সব সময় পড়াশোনার জন্য উৎসাহিত করতেন। 

18th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ