দক্ষিণবঙ্গ

ভোট মিটতেই দাম আকাশছোঁয়া, চল্লিশের নীচে নেই সব্জি

সংবাদদাতা, বহরমপুর: ভোট মিটতেই মুর্শিদাবাদ জেলায় সব্জির দাম আকাশছোঁয়া। ৪০ টাকার নীচে কোনও সব্জি নেই। আবারও মধ্যবিত্তের হেঁশেলে সব্জির আকাল দেখা দিতে শুরু করেছে। প্রায় সব সব্জির দামই আকাশছোঁয়া। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। গত একমাস ধরে আলুর দাম একই জায়গায় আটকে রয়েছে। চাষিদের দাবি, বৃষ্টির অভাব আর প্রখর তাপে সব্জির ফলন তলানিতে এসে ঠেকেছে। ব্যবসায়ীদের বক্তব্য, বাজারে সব্জির জোগান অতিরিক্ত মাত্রায় কমে গিয়েছে। দামে তার প্রভাব পড়ছে।
গত ৭মে রাতে মুর্শিদাবাদ জেলাজুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছিল। তারপর থেকে কার্যত শুখা মরশুম চলছে। গত বৃহস্পতিবার বিকেলে কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হলেও সব্জি চাষে তার প্রভাব পড়েনি। এদিকে শুক্রবার সকাল থেকেই হাঁসফাঁস গরমে কাবু হয়ে পড়েছেন মানুষ। সব্জির গাছে বাড়ছে রোগ পোকার আক্রমণ। গাছ বাঁচিয়ে রাখতে চাষিদের কপালে হাত পড়েছে।
শুক্রবার বহরমপুর শহরের স্বর্ণময়ী বাজার, খাগড়া নতুন বাজার, কান্দি বাসস্ট্যান্ড, গোরাবাজারের ভাগীরথী পাড় সংলগ্ন সব্জি বাজারগুলিতে আলু বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে। পটল ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, ঝিঙে ৫০ টাকা, উচ্ছে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কাঁচা আম ৩০-৪০ টাকা, লাউ ৩০ টাকা কেজি দরে বিকিয়েছে। পেঁয়াজের দাম বাড়তে বাড়তে ৫০ টাকা কেজিতে ঠেকেছে। আদা ৩০০ টাকা, রসুন ৩৫০ টাকা, কাঁচালঙ্কা ১০০ টাকা কেজি হিসেবে এদিন বিক্রি হয়েছে। পাতি লেবু মিলছে ১০ টাকা জোড়া। শসার দাম ফের চড়ে গিয়ে ৬০-৭০ টাকা হয়ে গিয়েছে। এদিকে গরমের সময় তরমুজের চাহিদা বাড়ে। তরমুজের দাম ২০ টাকা কেজিতে নেমে এসেছিল। ফের ৩০ টাকা ছুঁয়েছে। স্বর্ণময়ী বাজারে সব্জির দাম শুনে মুখ ব্যাজার শ্রাবন্তী পালের। শ্রাবন্তীদেবী বলেন, লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় হেঁশেলে সব্জির টান পড়তে শুরু করেছে। টাকায় কুলিয়ে উঠতে পারছি না। চুয়াপুর এলাকার বাসিন্দা রাজীব শীল বলেন, মানছি আবহাওয়া সব্জি চাষের পক্ষে অনুকূল নয়, কিন্তু সরকারি নজরদারিও অভাব রয়েছে। কতিপয় অসাধু ব্যবসায়ী দায়ী। ব্যবসায়ীদের দাবি, সব্জি বাজারে মোটেই কালোবাজারি হয় না। আমদানি কম। চাহিদা কমেনি। জোগান ও চাহিদার ফারাকের কারণেই দাম বাড়ছে। চাষিদের অভিযোগ, খুচরো বাজারে সব্জির দাম আকাশছোঁয়া। কিন্তু পাইকারি বাজারে আমরা একই দামে আটকে রয়েছি। পাইকারি ও খুচরো বাজারে দামের তফাত অস্বাভাবিক হারে বেড়েছে। ঘাম ঝরিয়ে চাষ করে মাঝখান থেকে চাষিরাই বঞ্চিত হচ্ছেন।  সব্জি চাষি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, শুক্রবার পটল বিক্রি করলাম ২৫ টাকা কেজিতে। খুচরো বাজারে দাম ৪০ টাকা। কিষান মান্ডিতে চাষিরা ন্যায্য দামে সব্জি বিক্রি করতে পারবেন বলে সরকার জানিয়েছিল। কিন্তু তা হচ্ছে না।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা