দক্ষিণবঙ্গ

স্বাস্থ্যসাথী কার্ডে ক্যান্সারের চিকিৎসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে প্ল্যাকার্ড হাতে খড়্গপুরের অধীর

পিনাকী ধোলে, খড়্গপুর; ঘড়িতে তখন বিকেল ৪টে। ঘণ্টাখানেকের মধ্যেই খড়্গপুরে আসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারজন্য শুক্রবার দুপুর থেকেই ইন্দা কলেজ মোড়ে পুলিসের চূড়ান্ত ব্যস্ততা। রাস্তার দু’ধারে ভিড় জমতে শুরু হয়েছে। চোখে পড়ল এক বৃদ্ধকে। পিঠে একটা প্ল্যাকার্ড ঝুলিয়ে ইন্দা কলেজ মোড় থেকে বিএনআর ময়দান থেকে মমতার পদযাত্রা শুরু হবে, সেদিকে হেঁটে চলেছেন। প্ল্যাকার্ডে লেখা, ‘আমি একজন ক্যান্সার আক্রান্ত রোগী। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুবিধা পেয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।’
বৃদ্ধের নাম অধীর দাস। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ছাচিন্দা থেকে এসেছেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে। তিনি ভেবেছিলেন, নিরাপত্তা বলয় ভেদ করে এই ৬৮ বছর বয়সে তাঁর পক্ষে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনো সম্ভব নয়। কিন্তু তাঁর এই প্রচারে মানুষ যাতে সচেতন হয়, সেই জন্যই আসা। তাঁর বার্তা, ‘মানুষের কখন কী হবে বলা যায় না। কিন্তু, মুখ্যমন্ত্রীর দেওয়া এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বিপদে অন্তত জমি বাড়ি বেচতে হবে না।’
হাঁটতে হাঁটতেই অধীরবাবু শোনাচ্ছিলেন তাঁর কথা। গানের শিক্ষকতা করে দুই মেয়ের বিয়ে দিয়েছেন। অধীরবাবু বলেন, ‘সবকিছু ঠিকই চলছিল। ২০২১ সাল নাগাদ আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে শুরু হয় চিকিত্সা। তাতে জমানো সঞ্চয়টুকু চলে যায়। তখনই এক পরিচিত স্বাস্থ্যসাথী কার্ডের কথা জানান। কার্ড পাওয়ার পর আর টাকার জন্য চিকিত্সা বন্ধ হয়নি। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছি। 
কথাগুলো বলতে বলতে গলা ধরে এল অধীরবাবু। তিনি বলেন, ‘একসময় প্রায় মাটিতে মিশে গিয়েছিলাম। উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। কিন্তু এখন আমি সুস্থ। যদিও ডাক্তাররা জানিয়েছেন, আরও কিছুদিন লাগবে।’ এই শরীর নিয়ে রোদে প্ল্যাকার্ড নিয়ে ঘুরছেন কেন? কষ্ট হয় না? প্রশ্ন শুনে কেঁদে ফেললেন অধীরবাবু। বললেন, ‘আমার কষ্ট হয়। তবুও বেরিয়েছি। আমি তো বাঁচলাম এতদিন। এরপর মারা গেলেও কোনও ক্ষতি নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমি যে কতটা কৃতজ্ঞ, সেটা বাংলার মানুষকে জানাতে চাই।’ -নিজস্ব চিত্র
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা