দক্ষিণবঙ্গ

খড়্গপুরে মমতার পদযাত্রায় জনজোয়ার

পিনাকী ধোলে, খড়্গপুর: শুক্রবার খড়্গপুরের পদযাত্রায় জনজোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর সঙ্গে পা মেলালেন হাজার হাজার মানুষ। যা দেখে অভিভূত খোদ তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর পদযাত্রায় মানুষের ভিড় বিরোধী শিবিরের বুকে কম্পন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, এমনটাই বক্তব্য রাজনৈতিক মহলের।  
শুক্রবার সকাল থেকেই মমতার আসার প্রহর গুনছিল খড়্গপুর। রেল শহর ছিল উত্সবের মেজাজে। তাঁকে দেখা মাত্রই যেন আবেগের বিস্ফোরণ ঘটল। কয়েক ঘণ্টার জন্য কালো মাথার ভিড়ে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা শহর। শুক্রবার বিকেল ৫টা নাগাদ খড়্গপুর শহরের বিএনআর ময়দানের অস্থায়ী হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে। হেলিপ্যাডে তাঁকে অভ্যর্থনা জানান তৃণমূল প্রার্থী জুন মালিয়া, জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, মন্ত্রী মানস ভুঁইয়া। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দেখা মাত্রই উচ্ছ্বসিত হয়ে ওঠে জনতা। কপ্টার থেকে নেমে গণদেবতার উদ্দেশে হাত নাড়ান মমতা। তাতেই যেন আবেগের ঢেউ খেলে যায় খড়্গপুর শহরের বুকে। মুহুর্মুহু ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। 
এরপর বিএনআর ময়দান থেকে হাঁটা শুরু করেন মমতা। তাঁকে এক ঝলক দেখার জন্য আগে থেকেই রাস্তার দু’ধারে দাঁড়িয়েছিলেন হাজার হাজার মানুষ। ধামসা, মাদল ও উলুধ্বনির তালে তালে পদযাত্রা যত এগিয়েছে, ভিড় ততই বেড়েছে। ভিড় সামাল দিতে পুলিস আধিকারিকদের নাজেহাল হতে হয়। খড়্গপুরের মানুষ তাঁদের প্রিয় দিদিকে একবার দেখার জন্য যে কতটা উদগ্রীব, তা শুধু রাস্তার দু’ধারেই নয়, বাড়ির ছাদ, ব্যালকনিতে থিকথিকে ভিড়ই এদিন জানান দিয়ে দিয়েছে। চারিদিক থেকে শুধু ভেসে আসতে থাকে ‘দিদি দিদি’ আওয়াজ। নিজেদের প্রিয় দিদির সঙ্গে হাত মেলানোর জন্য রাস্তার দু’ধারের ব্যারিকেড ভেঙে এগিয়ে আসার চেষ্টা করেন অনেকে। জনতা মার্কেটের কাছে কর্মীদের সঙ্গে হাত মেলাতে গিয়ে আঘাতও পান মমতা। তবে তিনি থামেননি। ব্যথা ভুলে ফের হাঁটতে থাকেন। কখনও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শিশু কোলে তুলে নিয়ে আদর করতে থাকেন। বিএনআর ময়দান থেকে গোলবাজার, বাসস্ট্যান্ড, ট্রাফিক মোড়, ইন্দা মোড় হয়ে মুখ্যমন্ত্রীর পদযাত্রা শেষ হওয়ার কথা ছিল খড়্গপুর কলেজের সামনে। রাস্তার দূরত্ব প্রায় তিন কিলোমিটার। সেইমতো ব্যবস্থা করেছিল পুলিস। কিন্তু কর্মীদের অসীম উৎসাহ-উদ্দীপনা দেখে আরও প্রায় তিনশো মিটার হেঁটে পদযাত্রা শেষ করেন তিনি।
ভোটের আগে খড়্গপুরে কোথাও একটা নেতাদের মধ্যে ঐক্য খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ ছিল কর্মীদের। কিন্তু মুখ্যমন্ত্রী সেই ঐক্যের সুর বেঁধে দিয়ে গেলেন। গতবছর যে খড়্গপুরে ৪৫ হাজার ভোটে পিছিয়েছিল তৃণমূল। মুখ্যমন্ত্রীর পদযাত্রার পর নেতারা আরও আত্মবিশ্বাসী। জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, এবছর এই খড়্গপুরে স্বৈরাচারী বিজেপিকে বধ করতে বাসিন্দারা যে মুখিয়ে রয়েছেন, তা এদিনের মিছিলই প্রমাণ। রেল কলোনির বাসিন্দাদের যেভাবে দীর্ঘ ৫০ বছর ধরে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র, তার জবাব মানুষ এই নির্বাচনেই দেবেন।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা