দক্ষিণবঙ্গ

দুর্গাপুরে লিডের আশায় তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পুরভোট আর লোকসভা ভোটের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে দুর্গাপুরের। কারণ, পুরভোটের ফলাফলই  জানান দিয়ে দেয় লোকসভা ভোটে কার ভাগ্যের চাকা ঘুরবে। 
২০১৯ সালের লোকসভা নির্বাচনে দুর্গাপুরের দু’টি বিধানসভা এলাকা থেকেই বিজেপি প্রায় ৭৭ হাজার ভোটে লিড নেয়। অনেকের মতে, ২০১৭ সালে দুর্গাপুর পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দাদাগিরি, কিছু কাউন্সিলারের অহঙ্কারের জবাব দিয়েছিলেন দুর্গাপুরবাসী। ২০২৪ সালে উল্টো ছবি। লোকসভা ভোটের পর পুরসভা ভোট হওয়ার কথা। সেই ভোটকে সামনে রেখে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছিল, যিনি ভালো লিড দেবেন তিনি পুরভোটে পুরস্কার পাবেন। পুরস্কার বলতে টিকিট পাওয়াকেই ইঙ্গিত করা হয়েছে বলে রাজনৈতিক মহলের মত। তাই টিকিট পাওয়ার আশায় নিজেদের অহঙ্কার, দ্বন্দ্ব ছেড়ে দলীয় প্রার্থী কীর্তি আজাদকে জেতাতে প্রাণপাত করলেন তৃণমূল নেতারা। নেতা, কর্মীদের প্রায় দু’মাস ধরে লাগাতার পরিশ্রমের জেরেই দুর্গাপুর শিল্পাঞ্চলে ভালো ফলের আশা করছে শাসক শিবির। আর এই দুর্গাপুর যদি একবার সাথ দেয় তাহলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হার কেউই ঠেকাতে পারবে না।  জয়েন্ট কিলার হয়ে উঠবেন কীর্তি। 
দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, ‘দু’মাস ধরে আমরা ময়দানে রয়েছি। প্রতিটি বাড়িতে কমপক্ষে তিন বার করে যাওয়া হয়েছে। দলের স্পষ্ট নির্দেশ রয়েছে যত বড়ই নেতা হোক নিজের বুথের লিড সুনিশ্চিত করতে হবে। সবা‌ই এক হয়ে কাজ করেছি। এবার প্রার্থীকে লিড দিয়ে বদনাম ঘোচাব।’  বিজেপি  বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘দুর্গাপুরে পরাজয় নিশ্চিত। তাই তৃণমূল সরকার দুর্গাপুরে পুরভোট করার সাহস পায়নি। মানুষ লোকসভা ভোটেও তাঁদের অপশাসনের জবাব দেবে। পুরসভাও আমরা দখল করব।’
দক্ষিণবঙ্গের অন্যতম সাজানো শহর দুর্গাপুর। একটা সময়ে ডিএসপি, ডিপিএল, এএসপিকে কেন্দ্র করে দুর্গাপুরের বিকাশ হলেও এখন দুর্গাপুর এডুকেশন অ্যাণ্ড হেলথ হাব। ৪৩টি ওয়ার্ডের এই শহরই শাসক দলের কাছে বহু ক্ষেত্রে গলার কাঁটার মতো বিঁধেছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দুটি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয়। পরে অবশ্য দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল তৃণমূলে যোগ দেন। ২০১৭ সালের পুরভোট শহরের সবকটি ওয়ার্ডে তৃণমূল জয়লাভ করলেও বিরোধীরা অভিযোগ তোলে ভোট লুট হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রতি মানুষের ক্ষোভ আছড়ে পড়ে। তারপর থেকেই দুর্গাপুরে ড্যামেজ কন্ট্রোলে নামে তৃণমূল নেতৃত্ব। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একটি আসন জিতলেও দুর্গাপুর পূর্ব আসনে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। দুর্গাপুরের বিধায়ককে পঞ্চায়েত মন্ত্রী করে দুর্গাপুরের প্রতি বাড়তি গুরুত্ব দেন খোদ মুখ্যমন্ত্রী। এবার লোকসভা ভোটের প্রচারেও বার বার এসেছেন তিনি। সবমিলিয়ে দুর্গাপুর প্রাক্তন ক্রিকেটারকে আশীর্বাদ করবে বলেই মনে করা হচ্ছে।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা