দক্ষিণবঙ্গ

বেলডাঙায় হিমাচল প্রদেশের ৩ প্রজাতির আপেল চাষ শিক্ষকের

সংবাদদাতা, বহরমপুর: বেলডাঙার মাটিতে হিমাচল প্রদেশের তিন প্রজাতির আপেল ফলিয়ে তাক লাগালেন স্কুল শিক্ষক রূপেশ দাস। বেলডাঙা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়ায় বাড়ি লাগোয়া দেড় কাঠা বাগানে আপেল সহ বিভিন্ন বিদেশি গাছ লাগিয়েছেন তিনি। সাড়ে তিন বছর আগে হিমাচল প্রদেশের একটি ফার্ম থেকে অনলাইনে ১০টি আপেল গাছের চারা কিনে লাগিয়ে ছিলেন। তাঁর বাগানে সাতটি আপেল গাছ রয়েছে। গত বছরই প্রথম ফল এসেছিল। তবে সংখ্যা কম ছিল। এবার প্রায় ১৫ কেজি আপেল ফলিয়েছেন রূপেশবাবু। আপেলের গুণমান ভালো হওয়ায় প্রশংসা করছেন অনেকেই।
রূপেশবাবু বেলডাঙা পূর্ব সার্কেলের নপুকুড়িয়া নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক। তিনি বলেন, প্রথম একবছর আপেল গাছের পরিচর্যা করতে হয়। বিশেষ করে শিকড়ের যত্ন নিতে হয়। কারণ আপেল গাছের শিকড় মিষ্টি স্বাদের হয়। ফলে তাতে উইপোকার আক্রমণ বেশি হয়। এছাড়া, গাছের পরিচর্যায় জলের উপর বিশেষ নজর রাখতে হয়। কাশ্মীরে আপেল চাষে অভিজ্ঞ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে এনে সাগরদিঘিতে আপেল চাষ শুরু করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই উদ্যোগ ফলপ্রসূ হয়নি। উষ্ণ ক্রান্তীয় জলবায়ুতে আপেল গাছ টেকাতে পারেনি সাগরদিঘি ব্লক প্রশাসন। বেলডাঙায় সেই কাজ করে দেখালেন রুপেশবাবু। তাঁর বাগানে সাড়ে তিন বছর বয়সের গাছগুলির উচ্চতা এখন ১০ ফুট। গত বছরই প্রতিটি গাছে অল্প সংখ্যক ফল এসেছিল। ফুল আসার সময় থেকেই তিনি পরিচর্যায় মন দিয়েছিলেন। এবার প্রতিটি গাছে ফলের সংখ্যাও অনেক বেশি। সাইজও বেশ ভালো। রূপেশবাবু জানালেন, সর্বোচ্চ ৩২০ গ্রাম ওজনের আপেল ফলেছে একটি গাছে। আপেল গাছে নিয়মিত জলসেচ করতে হয়। গাছের গোড়া যাতে শুকিয়ে না যায়, যাতে জল না জমে, সেদিকে খেয়াল রাখতে হয়। রূপেশবাবুর ফল-ফুলের বাগানের শখ রয়েছে। আপেলের পাশাপাশি বাগানে রয়েছে পিচ, পার্সিমান (জাপানের জাতীয় ফল), অ্যাপ্রিকট। এবার লাগাবেন ব্লু বেরি। গত বছর এই বাগানে জাফরান ফলিয়েছেন তিনি।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা