দক্ষিণবঙ্গ

নির্বাচন পরবর্তী অশান্তি রুখতে বোলপুরে বাহিনীর রুটমার্চ জারি

সংবাদদাতা, বোলপুর: লোকসভা নির্বাচনের পর জেলা বিভিন্ন প্রান্তে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে বিজেপি। তাই ভোট পরবর্তী হিংসা রুখতে এবার তৎপর হল নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। এই মর্মে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে প্রশাসনের তরফে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ জারি রাখা হয়েছে। যা বোলপুর মহকুমার বিভিন্ন প্রান্তে শুক্রবার দিনভর অব্যাহত রইল। মূলত, ভোট পরবর্তী হানাহানি ও রাজনৈতিক সংঘর্ষ ঠেকাতে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর টহলের ফলে তার সুফলও মিলেছে। নতুন করে কোথাও অশান্তি বা মারপিটের ঘটনা ঘটেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।‌ ফলে কিছুটা স্বস্তিতে প্রশাসন। 
উল্লেখ্য, বীরভূম জেলার দু’টি কেন্দ্রে চতুর্থ দফায় নির্বাচন হয় ১৩ মে। কিন্তু তারপর থেকেই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে জেলার বিভিন্ন জায়গায়। সোমবার নির্বাচন মিটতেই বোলপুরের ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী কাঞ্চন ঘোষকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজেপির এক কর্মীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ, বিজেপি করার অপরাধে তাদের কর্মী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শম্ভু বাড়ুইয়ের বাড়িতে আগুন লাগায় তৃণমূল। এরপর বৃহস্পতিবার, ইলামবাজার থানার আদিবাসী অধ্যুষিত মুর্গাবনি গ্রামে পানীয় জল নিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ, সংশ্লিষ্ট গ্রামে বেছে বেছে বিজেপি সমর্থকদের সাবমার্সিবল পাম্প ও পুকুর থেকে জল নিতে বাধা দেওয়া হয়। যদিও এই সমস্ত অভিযোগ পত্রপাঠ খারিজ করে দেয় শাসক দল। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। সেখানে নিশ্চিত হার বুঝে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বিজেপি। তবে রাজনৈতিক টানাপোড়নের মাঝে বোলপুর মহকুমায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য তৎপর হল নির্বাচন কমিশন। ‌এই মর্মে এদিন বোলপুর মহাকুমার ইলামবাজার, বোলপুর, নানুর, কীর্ণাহার, লাভপুর ও শান্তিনিকেতন থানার বিভিন্ন এলাকায় দিনভর কেন্দ্রীয় বাহিনীর টহল জারি রাখা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বোলপুর থানার ইটন্ডা, ঘিদহ, নাহিনা গ্রামে টহলের মাধ্যমে এলাকা পরিদর্শন করে কেন্দ্রীয় বাহিনীর দল। একইভাবে শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় যৌথভাবে পুলিস ও কেন্দ্রীয় বাহিনী টহল দেয়। লাভপুর থানার চৌহাট্টা-১ নম্বর পঞ্চায়েত ও হাতিয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রুট মার্চ চালানো হয়। ‌ বৃহস্পতিবার পানীয় জল নিয়ে ঝামেলার পর শুক্রবার সতর্ক ছিল ইলামবাজার থানার পুলিস। নতুন করে অশান্তি এড়াতে ঘুরিষা, সুনমুনি, নহনা, ভরতপুর, প্রতাপপুর প্রভৃতি জায়গা‌ দিনভর ঘুরে দেখে কেন্দ্রীয় বাহিনী। এছাড়া কীর্ণাহার থানার বালিয়াড়া ও কীর্ণাহার-১ ও ২ পঞ্চায়েতেও প্রশাসনের তরফে টহলের বন্দোবস্ত করা হয়। পুলিসের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, এখন প্রতিদিনই নিয়ম করে কেন্দ্রীয় বাহিনীর টহল জারি রাখা হবে। এমনকী, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই রেশ ফলাফলের পরেও জারি থাকবে।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা