দক্ষিণবঙ্গ

মায়ের শাড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে কাটোয়ায় মৃত্যু নাবালিকার

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ায় মায়ের কাপড় নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রীর। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার দুপুরে বাঁশের খুঁটির সঙ্গে কাপড় জড়িয়ে কোনওভাবে সেটি গলায় ফাঁস লেগে যায়। তড়িঘড়ি পরিবারের লোকজন ওই ছাত্রীকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে বিকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে মৃত ছাত্রীর নাম নন্দিনী মণ্ডল (১৩)। তার বাড়ি কাটোয়ার বরমপুর গ্রামে। 
কাটোয়ার আলমপুর অঞ্চলের বরমপুর গ্রামের বাসিন্দা সুকান্ত মণ্ডলের দুই মেয়ে। বড় মেয়ে পিসেমশাইয়ের কাছেই ছোট থেকে থাকে। আর  ছোট মেয়ে নন্দিনী স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। সে তার বাবা-মায়ের কাছেই থাকে। সুকান্তবাবু পেশায় দিনমজুরের কাজ করে কোনওরকমে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছিলেন। এদিন তাদের নির্মীয়মাণ বাড়ির একটি ঘরে মায়ের কাপড় নিয়ে নিজের মনে খেলা করছিল সে। আচমকা কাপড়টি বাঁশের খুঁটির সঙ্গে কোনওভাবে জড়িয়ে যায়। ভাত খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে পরিবারের লোকজন দেখেন, নন্দিনী গলায় কাপড় জড়িয়ে মেঝেতে পড়ে রয়েছে। তারপরেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ শুক্রবার কাটোয়া মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। নন্দিনীর পিসেমশাই পরিতোষ সাহা এদিন বলেন, মায়ের কাপড় নিয়ে ওর সাজার খুব শখ। খেলা করতে গিয়ে বাঁশের খুঁটির সঙ্গে কীভাবে যে তার গলায় জড়িয়ে গেল বুঝতে পারছি না। সব শেষ হয়ে গেল। এদিন নন্দিনীর মা গীতা দেবী মেয়ের মৃত্যুর খবর শুনেই কান্নায় ভেঙে পড়েন বার বার তিনি জ্ঞান হারিয়ে ফেলছিলেন। পরিবার কান্নায় ভেঙে পড়েছে। এদিন এক প্রতিবেশী জানান, খেলতে গিয়ে মেয়েটির এমন মর্মান্তিক মৃত্যু হবে ভাবতে পারছি না। পাড়ায় খেলত সবার সঙ্গে। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা