দক্ষিণবঙ্গ

তীব্র দাবদাহের মধ্যেই ভোটপ্রচারে শাসক ও বিরোধী দলের প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা,  বাঁকুড়া: তীব্র দাবদাহ। দিনের বেলায় শুনশান হয়ে যাচ্ছে রাস্তা। এরই মধ্যে গরম নিয়ে নানা মিমও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন জায়গার উটের ছবি দিয়ে গরম বোঝানো হচ্ছে। রবিবার বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছয়। এরমধ্যে রোদের তাপে কাহিল হয়ে পড়ছে জেলাবাসী। একই অবস্থা পুরুলিয়া ও আরামবাগেও। তারমধ্যেও প্রচার জমান ভোটের প্রার্থীরা। 
এদিন সাত সকালেই রবিবাসরীয় প্রচারের মধ্যে বাঁকুড়ার লালবাজারে জলসত্রের উদ্বোধন করেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তিনি সেখানে পথ চলতি মানুষের হাতে জলের গ্লাস তুলে দেন। পরে রাইপুর বিধানসভার সারেঙ্গায় প্রচার করেন। বাঁকুড়ার সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত তালডাংরা ব্লকের বিভিন্ন গ্রামে মিছিল করে প্রচার করেছেন। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী শহরের তামলিবাঁধ ময়দানে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের একটি সভায় যোগ দেন। 
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এদিন বিকেলে বড়জোড়ায় প্রচার করেন। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলও সন্ধ্যায় বিষ্ণুপুর শহরের স্ট্যাচু মোড়ে একটি পথসভায় যোগ দেন। সেখানকার সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত্য খণ্ডঘোষ বিধানসভায় প্রচারে যান। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাত বলরামপুরে গিয়ে কর্মীদের কাছে বুথভিত্তিক সংগঠনের পরিস্থিতি এবং ভোটের প্রস্তুতির খোঁজখবর নেন। 
এদিনই বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত জয়পুর বিধানসভার অন্তর্গত চেক্যা এলাকা এবং হীরাপুর আদারডি গ্রাম পঞ্চায়েতের চিরুহাতু গ্রামে বাড়িবাড়ি প্রচার করেন। এদিন কংগ্রেস প্রার্থী নেপাল মাহাত পুন্দাগ এবং আড়ষা এলাকায় মিছিল করেন। এছাড়াও ঝালদা-১ ব্লকের মাড়ু মসিনা অঞ্চলে কর্মী বৈঠক করেন।
আরামবাগেও তীব্র গরম উপেক্ষা করে ভোটের প্রচার চলছে। ভোট প্রচারের জমি ছাড়তে কোনও পক্ষই নারাজ। রবিবার সকাল থেকেই সূচি অনুযায়ী প্রার্থীরা প্রচারে নামেন। তৃণমূল প্রার্থী মিতালি বাগ এদিন সকালে  হরিপাল বিধানসভার কামারকুণ্ডু এলাকায় প্রচার করেন। প্রার্থীর সঙ্গে প্রচারে মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না সহ দলের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দুপুরে মধ্যাহ্নভোজ সারার পর বলরামবাটী, বাসুবাটী এলাকায় প্রচার করেন। মিতালি বাগ বলেন, প্রচারে বেরিয়ে মানুষের শুভেচ্ছা, ভালোবাসা পাচ্ছি। সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্র এদিন চন্দ্রকোণা বিধানসভার বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি করেন। সকাল ৮টায় শ্রীনগর চৌকান থেকে জনসংযোগ কর্মসূচি শুরু হয়। এরপর বকছড়ি, লক্ষ্মীপুর, পাইক মাজিডা, ইন্দা মৌলা  ও রামজীবনপুর এলাকায় প্রচার করেন। বিজেপির প্রার্থী অরূপকান্তি দিগার গোঘাটৈর আনুর বিশালক্ষ্মী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। এরপর অমরপুর, মধুবাটী, লাহাবাজার, কামারপুকুরে প্রচার করেন।  আরামবাগ শহরের ৯ নম্বর ওয়ার্ডে বিকেলে পথসভা করেন।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা