দক্ষিণবঙ্গ

অভিযোগের জেরে অগ্নিমিত্রার কাছে ব্যাখ্যা চাইল কমিশন

সংবাদদাতা, মেদিনীপুর: জেলা তৃণমূলের সহ-সভাপতির অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন। জেলা প্রশাসন সূত্রে খবর, শনিবার ব্যাখ্যা চেয়ে তাঁকে চিঠি পাঠানো হয়েছে। এব্যাপারে অগ্নিমিত্রাকে ফোন করা হলে পরে ফোন করছি বলে ফোন কেটে দেন। তবে জেলা বিজেপির সহ-সভাপতি তথা খড়্গপুর বিধানসভার ইনচার্জ রামপ্রসাদ গিরি বলেন, প্রশাসনের তরফে একটা চিঠি এসেছে। তার উত্তর দিয়ে দেওয়া হবে।
১৬ এপ্রিল অগ্নিমিত্রা বিজেপি কর্মীদের নিয়ে খড়্গপুর টাউন থানার সামনে অবরোধ করে বিক্ষোভ দেখান। থানার আধিকারিকদেরও হুমকি দেন বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূলের সহ-সভাপতি তথা শাসকদলের খড়্গপুর বিধানসভার নির্বাচনী কমিটির সদস্য দেবাশিস চৌধুরী ১৮ এপ্রিল জেলা নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানান। তিনি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছেন।দেবাশিসবাবু বলেন, ওইদিন থানার সামনে তিনটি রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয়। ফলে হাসপাতাল ও রেল ওয়ার্কশপে যেতে মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছিল। পুলিস আধিকারিকদেরও হুমকি দেওয়া হয়। আমি মনে করি, এতে নির্বাচনী বিধিভঙ্গ করা হয়েছে। তাই আমি জেলা নির্বাচন আধিকারিক সহ নির্বাচন কমিশনের সর্বস্তরে অভিযোগ জানিয়েছি। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রার্থীর ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে। মেদিনীপুর কোতোয়ালি থানার একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এর আগে বিজেপি প্রার্থী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও দায়ের হয়েছে।  
 রবিবার খড়্গপুরের তালবাগিচায় জনসংযোগে অগ্নিমিত্রা পল। নিজস্ব চিত্র
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা