বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

একবার বিশ্বাস করে দেখুন, প্রচারে বলছেন সুজাতা মণ্ডল

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাড়ির মেয়ে হিসেবে নিজেকে তুলে ধরছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ভোটের প্রচার বা দলের কর্মীদের নিয়ে বৈঠক। সর্বত্রই নিজেকে বাড়ির মেয়ে হিসেবে তুলে ধরছেন নিজেকে। তিনি প্রত্যয়ী হয়ে বলেছেন, বাড়ির মেয়েটাকে আপনারা ভালোবাসতে পারবেন। অভিমান করতে পারবেন। তাছাড়া শাসনও করতে পারবেন। সেই জোরেই তিনি বলছেন, একবার বিশ্বাস করে দেখুন। বিফলে যাবে না। তিনি আরও বলেন, ইতিমধ্যে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ হয়ে খুব কম সময়ে জয়পুরের তিনটি অঞ্চলে একাধিক কাজ করেছি। খোঁজ নিলেই জানতে পারবেন। তাই এবার বৃহত্তর স্বার্থে কাজ করে দিল্লি থেকে আপনাদের অধিকার ছিনিয়ে আনতে পারলে আমার জীবন সার্থক হবে। 
রবিবার সোনামুখীতে কর্মিসভা করে তৃণমূল। সেখানে হাজির হন সুজাতাদেবী। ওই কর্মিসভাতেও তিনি বলেন, আপনারা বিশ্বাস করে দেখুন এই মেয়েটাকে। একটিবার লড়াইটা করে দেখুন। আগামী পাঁচ বছর আমি আপনাদেরকে এটা বলার সুযোগ দেব না যে, সুজাতাকে আপনারা পাননি। গাড়ির কাচ তুলে চলে গিয়েছে, ফোন ঘাঁটতে ঘাঁটতে চলে গিয়েছে। সুজাতা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। কথা বলেনি। এটা বলার আমি সুযোগ দেব না। আপনাদের বাড়ির মেয়ে হয়েই থাকব।  ভোটে জিতে কী করবেন তা নিয়েও সুজাতাদেবী মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কাজের কথা উন্নয়নের কথা? আপনাদের সঙ্গে বসে ঠিক করব। কোথায় কী কাজ হবে আপনারাই ঠিক করবেন। আপনার এলাকায় কী প্রয়োজন তা আমার থেকে আপনি ভালো জানেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূল পরাজিত হয়। সোনামুখী বিধানসভাতেও পিছিয়ে পড়ে জোড়াফুল শিবির। গত বিধানসভা নির্বাচনেও সোনামুখীতে তৃণমূলের ফল খারাপ হয়। তাই সোনামুখীতে দলকে জিতিয়ে সম্মান ফিরিয়ে আনার বার্তাও দিয়েছেন সুজাতাদেবী। তবে এদিন তিনি দলের কর্মীদের কড়া বার্তাও দিয়েছেন। তিনি বলেন, বিগত লোকসভার তুলনায় এবার দল অনেক বেশি কড়া। জেনে রাখুন আপনাদের প্রত্যেকের উপর দলের অদৃশ্য চোখ ঘুরছে। এই প্রসঙ্গে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি কল্যাণ চট্টোপাধ্যায় বলেন, মানুষ এসব কথায় ভুলছে না। ওঁকে বিশ্বাস করলে মানুষ ঠকবেন। 

22nd     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ