দক্ষিণবঙ্গ

পানীয় জল সঙ্কটের পাশাপাশি অপচয়ের চিত্র সিউড়ি মহকুমায়

সংবাদদাতা, সিউড়ি: ভোটের আগে এলাকায় এলাকায় পানীয় জলের সঙ্কট মাথাচাড়া দিচ্ছে। সিউড়ি মহকুমার তিন পুরসভা সিউড়ি, সাঁইথিয়া ও দুবরাজপুরের বেশকিছু এলাকায় পানীয় জলের সঙ্কট রয়েছে। অথচ যেখানে জল সরবরাহ ভালো, সেখানে জল পড়ে নষ্ট হতে দেখা যাচ্ছে। পুর কর্তৃপক্ষের দাবি, জলের গতিবেগ কম থাকলে ওই এলাকার মানুষ কলের মুখ খুলে ফেলে দেয় যাতে দ্রুতগতিতে এবং বেশি পরিমাণ জল পান। কিন্তু তাতে আশেপাশের এলাকায় জলের গতি আরও কমে যায়। তাছাড়া অনেক পাড়ায় নেশারুরা কলের মুখগুলি খুলে বিক্রি করে দেয়। ফলে পড়ে নষ্ট হয় জল। একদিকে যেখানে জলের সঙ্কট, অন্যদিকে সেখানেই চলছে জল নষ্ট করা। 
জল পড়ে নষ্ট হতে দেখা গেল সাঁইথিয়া শহরের অভেদানন্দ কলেজের বিপরীতে নদী তীরবর্তী সংলগ্ন পাড়াতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় জলের সঙ্কট নেই। কিন্তু বেশকিছু নলকূপের সামনে কল না থাকায় জল পড়ে নষ্ট হচ্ছে। এলাকার এক বাসিন্দা বলেন, নলকূপে কল লাগানো ছিল। কিন্তু কে বা কারা খুলে নিয়ে গেছে জানি না। আমাদের যেটুকু জল প্রয়োজন হয় সেটা আমরা পাচ্ছি। কিন্তু বাকি জল নষ্ট হওয়াতে আমাদেরও খারাপ লাগছে। 
সিউড়ির বিভিন্ন পাড়াতেও এই চিত্র ফুটে উঠেছে। সিউড়ি ছাপতলা, লালকুঠি পাড়া, মালিপাড়া, বারুই পাড়া এলাকাতে পুরসভার নলকূপগুলির কয়েকটিতে কল নেই। আবার অনেক বাসিন্দা নিজের ব্যবহারের জলটুকু সংগ্রহ করে কল খুলে রেখেই চলে যান। ফলে সেখানেও স্থানীয় বাসিন্দাদের সচেতনতার অভাবে প্রচুর জল নষ্ট হচ্ছে বলে অভিযোগ। অথচ সিউড়ির বেশকিছু পাড়ায় রয়েছে ব্যাপক পানীয় জলের সঙ্কট। একই চিত্র দুবরাজপুর পুরসভায়ও। এই প্রসঙ্গে সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত বলেন, আমরা সাধারণ মানুষকে অনেক ভাবে সচেতন করি পানীয় জল নষ্ট না করার জন্য। বিশেষজ্ঞরাও আমাদের সচেতন করছেন জল অপচয় বন্ধ করার জন্য। আমাদের শহরে কোথাও জল নষ্ট হচ্ছে কিনা সেই বিষয়ে আমরা নজর রাখব। মানুষকেও আরও সচেতন করব।  জলের অপচয়। নিজস্ব চিত্র   
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা