দক্ষিণবঙ্গ

পূর্বস্থলীতে তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে খেতের সবজি, রাতে সেচ দিচ্ছেন চাষিরা

সংবাদদাতা, কাটোয়া: দুপুরে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে। চারিদিকে কাঠফাটা রোদ। কৃষিজমি শুকিয়ে ফুটিফাটা হয়ে যাচ্ছে। বৃষ্টি অভাবে সব্জির জমি শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। মাটির নীচে দিনের বেলায় জল মিলছে না। তাই রাত জেগে সব্জির জমিতে সেচ করছেন পূর্বস্থলীর চাষিরা। 
চাষিদের দাবি, পটল, ঢেঁড়শ, বরবটি, তিলের জমি বাঁচানো যাচ্ছে না। দাবদাহে সব ফেটে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বৃষ্টির অভাবে সেচ নালাগুলি শুকিয়ে যাচ্ছে। ফলে সেচের জল মিলছে না। ভূগর্ভস্ত জলস্তর নেমে যাওয়ায় সেচের জল তুলতে পারছেন না চাষিরা। বাধ্য হয়েই দ্বিগুণ দামে কিছু শ্যালো থেকে জল কিনতে হচ্ছে। রাতে তিনবার করে সেচ দিতে হচ্ছে সব্জির জমিতে। পূর্বস্থলীর হিসি গ্রামের বাসিন্দা বলরাম দাস বলেন, গরমে সব্জির জমি শুকিয়ে যাচ্ছে। সেচের জল পাচ্ছি না। আশপাশের পুকুরগুলিও শুকিয়ে গিয়েছে। বরবটি, ঝিঙে, উচ্ছে, করলা, পটল, বাধাকপি, ফুলকপি সব শুকিয়ে মরে গিয়েছে। রাত জেগে আমাদের সেচ দিতে হচ্ছে জমিতে।  কারণ দিনে জল উঠছে না। 
পূর্বস্থলী-২ ব্লকে সব্জি চাষ বেশি হয়। জেলার সব্জি ভাণ্ডার বলা হয় পূর্বস্থলীকে। বিঘার পর বিঘা জমিতে সব্জি চাষ হয় এখানে। বহু মানুষ সব্জি চাষের উপরেই নির্ভরশীল। ভিন রাজ্যের বহু ট্রাক পূর্বস্থলীতে এসে সব্জি নিয়ে বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়। চাষিরা জানান, এবার পাট চাষেও ক্ষতি হবে। কারণ এসময় পাট চাষের পক্ষে বৃষ্টি খুবই দরকার। সেই বৃষ্টিও এখনও হচ্ছে না। জমিতে চারা ঝলসে গিয়েছে তাপে। সেচ দিয়েও কাজ হচ্ছে না। এরকম চলতে থাকলে এবার চরম সমস্যায় পড়তে হবে চাষিদের। আরেক সব্জি চাষি বিজয় দাস বলেন, কয়েকজনের শ্যালোতে জল আসছে। সুযোগ বুঝে জলের জন্য তাঁরাও দ্বিগুণ চেয়ে বসছেন। সেচের খরচ তাই বেড়ে গিয়েছে। এদিকে সেচের জন্য রাত জাগতে হচ্ছে। জানি না, কতটকু ফসল এবার বিক্রি করে পয়সা তুলতে পারব। কৃষি বিশেষজ্ঞরা জানান, তাপপ্রবাহের কারণে সব্জির পরাগ রেণু শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে পরাগ মিলনে সমস্যা হয়। ফলে সব্জির ফলন কমে যাওয়ারও আশঙ্কা থাকে। ভারী বৃষ্টি না হলে পরিস্থিতি বদলাবে না। সেক্ষেত্রে সব্জির দাম আগুন হতে পারে। বাজারে এখনই সব্জির দাম আকাশ ছোঁয়া। -নিজস্ব চিত্র
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা