দক্ষিণবঙ্গ

মুখ্যমন্ত্রী ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিচ্ছেন, এটা ভালো চোখে দেখছে না দিল্লি: মলয়

সংবাদদাতা, পুরুলিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিচ্ছেন। এটা দিল্লির সরকার ভালো চোখে দেখছে না। বিভিন্ন রাজ্যের মতো বিরোধীদের চোখ রাঙিয়ে পুনরায় ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। কিন্তু, বাংলায় বিজেপির চোখ রাঙানোকে কেউ ভয় পায় না। সোমবার পুরুলিয়ার আরষা হাটতলা ময়দানে ব্রিগেড সভার প্রস্তুতি সভায় একথা বলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এদিনের সভায় বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তিনি। সোমবারের সভায় পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বলকুমার সহ আরষা ব্লকের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে মলয়বাবু বলেন, বিজেপি বাংলায় ২০টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আসানসোলের প্রার্থী ময়দান ছেড়ে পালিয়েছেন। কারণ গত নির্বাচনে শত্রুঘ্ন সিনহা প্রায় সাড়ে তিন লক্ষ ভোটে জয়ী হয়েছেন। এবার তিনি চার লক্ষেরও বেশি ভোটে জিতবেন। পুরুলিয়াতেও এরকম রেজাল্ট করতে হবে। পুরুলিয়া জেলা বামফ্রন্টের শাসনকালে অন্যতম পিছিয়ে পড়া জেলার তকমা পেয়েছিল। এখন অন্যান্য জেলার সঙ্গেই সমানতালে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। প্রত্যন্ত এলাকায় কলেজ হয়েছে। জেলাতেই নতুন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মেডিক্যাল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। জেলায় প্রচুর পর্যটক আসছেন। এলাকার মানুষের আয় বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের ৭৫টি প্রকল্পের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। সবাইকে লোকসভা ভোটে একসঙ্গে কাজ করতে হবে।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা