দক্ষিণবঙ্গ

বনকাটির গ্রামের রাস্তা সারা বছর ভাসে নিকাশি নালার নোংরা জলে

সংবাদদাতা, মানকর: কাঁকসার বনকাটি পঞ্চায়েতের অযোধ্যা গ্রামে নিকাশি নালার জল এসে পড়েছে রাস্তায়। সেই দূষিত, নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের। পথচারীদের একাংশের অভিযোগ, প্রায় সারা বছরই নালার জল পেরিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় প্রশাসন অবশ্য বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে। 
অযোধ্যা গ্রামের বাজারের কাছেই নিকাশি নালার এই বেহাল দশা নিয়ে পথচারীদের একাংশ ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, সপ্তাহে সোমবার ও শুক্রবার এখানে হাট বসে। বাজারটিও বড়। ফলে অযোধ্যা গ্রামের বাসিন্দারা ছাড়াও এই বাজারে ব্রাহ্মণগ্রাম, জামডোবা, কোটালপুকুর, সাতকাহানিয়া সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা আসেন। তাছাড়া এই রাস্তা দিয়েই পশ্চিম বর্ধমানের অন্যতম পর্যটন কেন্দ্র দেউল ও গড় জঙ্গল যাওয়া যায়। ফলে পিকনিকের মরশুমে রাস্তার উপর চাপ বাড়ে। চারচাকা গাড়ি যাতায়াতের ফলে অনেক সময় ড্রেনের নোংরা জল পথচারীর গায়ে লাগে। হাট করতে আসা সুখদেব দাস বলেন, এই রাস্তা ধরে সরাসরি এগারো মাইল যাওয়া যায়। প্রতিদিন কয়েক হাজার মানুষ রাস্তাটি ব্যবহার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, কাছেই কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, শিব মন্দির রয়েছে। মন্দিরে স্নান করে পুজো দিতে গেলেও রাস্তার ওই নোংরা জল পেরিয়েই যেতে হয়। স্থানীয় সিপিএম নেতা রামপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, নিকাশি নালার জন্য পঞ্চায়েত কর নেয়। নালা পরিষ্কার করা তাদের কর্তব্য। কিন্তু তারা তা পালন করছে না। অনেকবার বলার পর গত দুর্গাপুজোর সময় পরিষ্কার করেছিল। বিজেপি নেতা রমন শর্মা বলেন, এটি দীর্ঘদিনের সমস্যা। পঞ্চায়েতের লোকেরাই ওই রাস্তা দিয়ে যাতায়াত করছেন, তবু সমস্যা সমাধানে নজর নেই। বিরোধীদের অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েতের প্রধান তাবাসুম খাতুন বলেন, পঞ্চায়েত থেকে নিয়মিত পরিষ্কার করা হয়। ড্রেনের জল আটকাতে ছোট বাঁধও দেওয়া হয়েছিল। কাঁকসা ব্লকের বিডিও-র সঙ্গে কথা হয়েছিল। বিষয়টি পঞ্চায়েতের নজরে আছে বলে জানান তিনি।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা