দক্ষিণবঙ্গ

কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর সভায় পকেটমারি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: প্রধানমন্ত্রীর সভা। ভিড়ে ঠাসা ছিল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ। আর সেই সুযোগটাকেই কাজে লাগাল কেপমাররা। কর্মী সেজে সভাস্থলে ঢুকে কারও মোবাইল, কারও আবার মানিব্যাগ হওয়া করে দেয়। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিস দু’জনকে সভাস্থল থেকেই হাতানাতে দু’জনকে গ্রেপ্তার করেছে। একজনের নাম সৌভিক বিশ্বাস‌। তার বাড়ি সন্তোষপুর। অপরজনের নাম সিকান্দার আলি। তার বাড়ি দক্ষিণ দিনাজপুরে। দু’জনের কাছ থেকে পাঁচ হাজার টাকা উদ্ধার করে পুলিস। আজ, রবিবার ধৃতদের আদালতে তোলা হবে বলে পুলিস জানিয়েছে।সভাস্থল ছোট করে দেওয়ায় ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিস প্রশাসনকে। আর সেই ভিড় সভাস্থল স্বর্গরাজ্য হয়ে উঠেছিল পকেটমারদের। সভাস্থলে হুডখোলা গাড়িতে করে ঢুকতেই প্রধানমন্ত্রীর উদ্দেশে হাত নাড়ছিলেন বিপাশা মজুমদার। এসেছিলেন করিমপুর থেকে। হঠাৎ তাঁর মনে হল, হাতে রাখা টাকার ব্যাগটা নেই। আশেপাশের একে ওকে জিজ্ঞাসা করলেও কেউ সঠিক উত্তর দিতে পারেননি। ভিড় সভা ঠেলে বেরিয়ে এসে খোঁজ করবেন তারও উপায় ছিল না। একই ঘটনা ঘটেছে ভীমপুর থেকে আসা এক প্রাক্তন পুলিসকর্মীর সঙ্গেও। পাঞ্জাবির পকেটে মানিব্যাগ রেখেছিলেন। সভা থেকে বেরনোর সময় টোটোতে উঠতে গিয়ে দেখেন পকেটে মানিব্যাগ নেই। তিনি বলেন, আমার মানিব্যাগে বেশি টাকা ছিল না। কিন্তু, মানিব্যাগে আমার আধার কার্ড সহ অন্যান্য ডকুমেন্ট ছিল। ওইগুলি চুরি যাওয়ায় খুবই বিপদে পড়েছি। এদিন সভাস্থলেই দুই পকেটমার ধরা পড়ে যায়। তাদের গণধোলাই দিয়ে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। কোতোয়ালি থানার এক অফিসার বলেন, ধৃত সৌভিকের কাছ থেকে ১২০০ টাকা, আর দিনাজপুরের সিকান্দারের কাছ থেকে ৪২০০ টাকা উদ্ধার হয়েছে।
তবে পুলিসের অনুমান, এই হাতসাফাইয়ের কাজ শুধু ওই দু’জন করেনি। দলবেঁধেই ভিড়ের মধ্যে মিশেছিল একটা টিম। পুলিস ধৃতদের জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছে।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা