দক্ষিণবঙ্গ

ভুয়ো ভোটারের প্রমাণ পাননি নির্বাচন কমিশনের প্রতিনিধিরা

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিষ্ণুপুরে প্রচুর ভুয়ো ভোটারের অভিযোগ জানিয়েছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনে। শনিবার তার তদন্তে এসে কমিশনের প্রতিনিধিদল এলাকায় বহু ভোটারের বাড়ি ঘুরলেন। তবে অভিযোগের পক্ষে প্রমাণ না মেলায় তাঁরা বিষ্ণুপুর মহকুমা প্রশাসনকে ক্লিনচিট দিয়ে গেলেন। এমনই দাবি করেছেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ। তিনি জানিয়েছেন, অল্প সংখ্যক মৃত ভোটারের নাম তালিকায় রয়েছে। তাঁদের নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে। যদিও কমিশনের প্রতিনিধিরা এনিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি। মহকুমা শাসক বলেন, যে তালিকা নিয়ে অভিযোগ হয়েছিল, তা বেশ কিছুদিন আগেকার। তখনও পোর্টালে বাতিল নাম রয়ে গিয়েছিল। এদিন নির্বাচন কমিশনের দু’জন প্রতিনিধি এসেছিলেন। তাঁরা চারটি বিধানসভা এলাকাতেই অনেকগুলি বাড়িতে গিয়ে ভোটার কার্ড যাচাই করেছেন। তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। সাংসদ সৌমিত্র খাঁ বলেন, নির্বাচক তালিকায় ভুল ধরা পড়েছিল বলে আমি অভিযোগ জানিয়েছিলাম। অভিযোগ না জানালে হয়তো ভুল রয়েই যেত। কমিশনকে ধন্যবাদ জানাই যে, তাঁরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন। তাঁদের প্রতিনিধিরা সরেজমিনে এসে দেখে গিয়েছেন। বিষ্ণুপুর মহকুমায় ৩৭হাজার ৫৫৭জন ভোটারের একাধিক জায়গায় নাম থাকার বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে দুই প্রতিনিধি শনিবার তদন্তে আসেন। তাঁরা সোনামুখীর রামপুর, রপটগঞ্জ, ধানশিমলা কোতুলপুরের মির্জাপুর, ঘোষপাড়া, ইন্দাসের ডান্না, বাসুদেবপুর, বিষ্ণুপুরের চৌকান প্রভৃতি বুথে যান। তাঁরা তালিকায় যে সমস্ত নাম নিয়ে অভিযোগ উঠেছিল, এমন একাধিক ভোটারের বাড়িতে যান। তাঁদের সঙ্গে কথা বলেন। তবে কোনও জায়গাতেই ভুয়ো ভোটারের হদিস পাননি। এদিন সন্ধ্যায় প্রতিনিধিরা ফিরে যান। 
 শঙ্করী চরণ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট শুরু: নবদ্বীপ নদীয়া ক্লাব পরিচালিত একাদশতম শঙ্করী চরণ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল। নদীয়া জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত এই টুর্নামেন্টে এবছর নবদ্বীপ ও কৃষ্ণনগর মিলিয়ে আটটি দল অংশ নিচ্ছে। শনিবার উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে নবদ্বীপ শচীন-সৌরভ ফ্যান ক্লাব ও নবদ্বীপ নবীন দল। এই ম্যাচে ১০৮ রানে জয়ী হয় নবদ্বীপ নবীন দল। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নবীন দল। নির্ধারিত ৩৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২২৫ রান। জবাবে ব্যাট করতে নেমে শচীন-সৌরভ ফ্যান ক্লাবের ইনিংস শেষ হয় ২৭.৪ ওভারে ১১৭ রানে। 
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা