দক্ষিণবঙ্গ

বাবা ফেরিওয়ালা, মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় বই কিনে নেট ও সেটে সাফল্য

নিজস্ব প্রতিনিধি, চিচিড়া: বাবা পথেঘাটে ঘুরে অ্যালুমিনিয়ামের জিনিস ফেরি করেন। মা কোনওমতে সংসার চালান। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেন পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় বই কিনেই মিলেছে সাফল্য। নেট-সেট পরীক্ষায় পাশ করে সেই যুবক নিচ্ছেন গবেষণার প্রস্তুতি। গল্পটা জামবনী থানার চিচিড়া এলাকার বাসিন্দা সৌগত রানার। তাঁর সাফল্যে খুশি এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, সংসারে অভাব বাধা হয়ে দাঁড়ায়নি। ইচ্ছেশক্তির জোরে এগিয়ে গিয়েছেন সৌগত। তবে গবেষণা করার খরচ অনেকটাই বেশি হওয়ায় চিন্তিত সৌগতর পরিবারের সদস্যরা। সৌগত বলেন, ছোট থেকে অনেক কষ্ট করতে হয়েছে। সারা দিনে সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করে নেট ও সেট পরীক্ষায় সাফল্য পেয়েছি। তবে মা, বাবা ও ভাই যেভাবে পাশে থেকেছে, তা কোনওদিনও ভোলার নয়। বিশেষ করে মা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ায় উপকার হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রসঙ্গত, সৌগতর বাবা বিষ্ণুপদ রানা অ্যালুমিনিয়ামের বাসন গ্রামে গ্রামে ফেরি করেন। মা পার্বতী রানা গৃহবধূ। অভাবের সংসারে সমস্ত দিক তাঁকে সামলাতে হয়। সৌগত গবেষণার প্রস্তুতি নিলেও তাঁর ভাই দেবব্রত রানা অভাবের তাড়নায় পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেনি। ২০১৬ সালে চিচিড়া হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন সৌগত। এরপর একই স্কুল থেকে ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। অভাবকে সঙ্গী করেই ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে তিনি ইতিহাসে স্নাতক হয়েছেন। বিদ্যাসাগরের বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর নেট পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন সৌগত। কিন্তু বই কেনার জন্য বিপুল টাকার প্রয়োজন ছিল। সৌগতর মা বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ায় খুব উপকার হয়েছে। সেই টাকা জমিয়ে বই কিনে দিয়েছি। ওকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। তবে সরকারি কোনও সাহায্য পেলে খুবই উপকার হবে।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা