দক্ষিণবঙ্গ

সহপাঠীকে বাঁচাতে কলেজের বিরুদ্ধে আন্দোলনে পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সহপাঠী। তাঁকে বাঁচাতে আন্দোলনে নামলেন মেদিনীপুর কলেজের পড়ুয়ারা। পড়ুয়াদের আন্দোলনে এদিন উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি মেদিনীপুর কলেজের দত্তক নেওয়া শালবনীর গোহালডিহি উচ্চ বিদ্যালয়ে মাশরুম চাষের প্রশিক্ষণ চলছিল। এক অধ্যাপকের বাইক নিয়ে সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন কলেজের নিউট্রিশন বিভাগের প্রথম বর্ষের দুই ছাত্র শুভজিৎ দোলই এবং জিতেন্দ্রনাথ পাত্র। চ্যাংশোল এলাকায় বাইকটির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম হন ওই দুই পড়ুয়া। দুজনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জিতেন্দ্রনাথের অবস্থা স্থিতিশীল হলেও শুভজিতের অবস্থা আশঙ্কাজন। আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। তাঁর পরিবার ও বন্ধুদের দাবি, চিকিৎসায় সাড়া দিচ্ছে না শুভজিৎ। ভালো চিকিৎসার জন্য তাঁকে কলকাতা নিয়ে যাওয়া প্রয়োজন। শুভজিৎ অত্যন্ত দুঃস্থ পরিবারের ছেলে। ঘরে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এদিন তাঁর সহপাঠীরা দাবি তোলেন, কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসায় যা খরচ হবে তা বহন করতে হবে কলেজ কর্তৃপক্ষকেই। 
কলেজের এসএফআইয়ের আর্টস ইউনিটের সভাপতি সোমশুভ্র দাস বলেন, যেহেতু শুভজিৎ কলেজের অনুষ্ঠানের যোগ দিতে গিয়ে জখম হয়েছে, তাই তার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষকেই নিতে হবে। দুর্ঘটনার সময় কলেজ কর্তৃপক্ষ সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিলেও এদিন বেঁকে বসে। ২০-৩০ হাজার টাকার বেশি দেওয়া সম্ভব না বলে কলেজের তরফে জানানো হয়। এরপরেই কলেজের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য পড়ুয়ারা। কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দুপুরের পর বৈঠকে বসে কলেজ কর্তৃপক্ষ। বৈঠক শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ বলেন, পড়ুয়াদের ভুল বুঝিয়ে প্ররোচিত করা হয়েছে। আমরা প্রথম থেকেই শুভজিতের পাশে রয়েছি। প্রতি মুহূর্তে হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখেছি। পড়ুয়ার অবস্থা এতই সঙ্কটজনক, নড়াচড়া করলেই বিপদ। তাই তাকে অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে সায় দেননি চিকিৎসকরা। তবুও যেহেতু তাঁর অভিভাবকরা তাঁকে অন্যত্র নিয়ে যেতে চাইছেন, তাই আমরা আপাতত ১ লক্ষ টাকা দিয়ে তাঁকে কলকাতায় পাঠাচ্ছি। শুক্রবার বিকেলেই শুভাজিৎকে মেদিনীপুর মেডিক্যাল থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা