দক্ষিণবঙ্গ

চোর সন্দেহে তিনজনকে সমবায়ে আটকে রেখে গণধোলাই, পুলিসকে ঘিরে বিক্ষোভ
 

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ফেরি করতে এসে আচমকা সমবায় সমিতির অফিসে ঢুকে ২০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতী দল। এলাকাবাসীর সক্রিয়তায় ঘটনায় জড়িত তিনজনকে ধরে সমিতির অফিসে এনে আটকে গণধোলাই শুরু হয়। তারপর পুলিস পৌঁছলে তাদেরও সমবায় সমিতির অফিসে ঢুকিয়ে বাইরে বিক্ষোভ চলে। বৃহস্পতিবার ভর দুপুরে পটাশপুর-২ ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের বারবাটিয়া গ্রামের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হতেই পটাশপুর থানার ওসি রাজু কুণ্ডু বিশাল বাহিনী নিয়ে ওই সমবায় সমিতির অফিসে পৌঁছন। ক্ষিপ্ত জনতাকে বুঝিয়ে কোনওরকমে তিনজনকে থানায় আনেন। অভিযুক্তদের মধ্যে একজন স্থানীয় উত্তর খাড়ের বাসিন্দা। বাকি দু’জনের বাড়ি এগরা শহরে। পুলিস অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
সম্প্রতি খাড় পঞ্চায়েত এলাকায় পরপর চুরির ঘটনা ঘটছিল। বৃহস্পতিবার দুপুরে চারজন রান্নার গ্যাস ওভেন, স্টোভের যন্ত্রাংশ সহ অন্যান্য সামগ্রী ফেরি করছিল। বারবাটিয়া গ্রামে ফেরি করার সময় সেখানে অবস্থিত শ্রীকৃষ্ণ সমবায় সমিতির অফিসে তিনজন ঢুকে পড়ে। বাকি একজন বাইরে নজরদারি চালাচ্ছিল। দুষ্কৃতীরা মারুতিতে চড়ে এসেছিল। সমিতির বাইরে মারুতি রাখা ছিল। ঘটনার সময় সমবায়ের ম্যানেজার সৌরভ দাস ছিলেন না। সেইসময় সমবায় অফিসে পিওন গণপতি চন্দ ছিলেন। পিওনের কাছে জিনিসপত্র বিক্রির অছিলায় ঢুকে তারা নিমেষের মধ্যে এক গ্রাহকের ব্যা঩গে থাকা নগদ ২০হাজার টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।
ওই গ্রাহক ব্যাগ থেকে টাকা খোয়া যাওয়ার বিষয়টি পিওনের নজরে আনেন। তিনি সমিতির অফিসের বাইরে বেরিয়ে এসে দেখেন, সন্দেহভাজন চার ব্যক্তি দ্রুত মারুতিতে চড়ে পালাচ্ছে। স্থানীয় কৌড়দা এলাকায় ফোন করে লোকজনকে জানানোর পর তাঁরা অভিযুক্তদের মারুতি আটকে ঘিরে ফেলে। চারজনের মধ্যে একজন পালাতে সক্ষম হয়। কিন্তু, তিনজন ধরা পড়ে। এরপর তিনজনকে সমবায় সমিতির অফিসে আনা হয়। অফিসের ভিতরে আটকে রেখে গণধোলাই চলে। ধারাবাহিক চুরি, ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। যদিও খোয়া যাওয়া ২০হাজার টাকার হদিশ মেলেনি।
স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অপূর্ব মাইতি বলেন, এই এলাকায় কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। তাই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। আমরা অভিযুক্ত তিনজনকে পুলিসের হাতে তুলে দিয়েছি। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। পটাশপুর থানার ওসি রাজু কুণ্ডু বলেন, সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। ব্যাঙ্ক ম্যানেজারকে অভিযোগ জানানোর জন্য বলা হয়েছে। ওই তিনজন সমবায় সমিতির অফিসে থাকাকালীন একজন গ্রাহকের ২০হাজার টাকা খোয়া গিয়েছে। সেই টাকা ওই চার ব্যক্তি নিয়েছে এমন কেউ দেখেননি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা