দক্ষিণবঙ্গ

বাংলা সহায়তা কেন্দ্রেও করা যাবে আধার কার্ড

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এবার বাংলা সহায়তা কেন্দ্রেও হবে আধার কার্ড। বাঁকুড়ায় আপাতত ২৯টি বাংলা সহায়তা কেন্দ্রে বসছে আধার কার্ড তৈরির যন্ত্র। আধার কার্ড তৈরি ও সংশোধনের কাজে হয়রানি কমাতে এবার জেলার বাংলা সহায়তা কেন্দ্রেও আধার সংক্রান্ত কাজকর্ম হবে। এব্যাপারে বাঁকুড়ার পঞ্চয়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক অনির্বাণ রায় বলেন, বাংলা সহায়তা কেন্দ্রে আধার কার্ড তৈরি হবে। এরফলে বাসিন্দাদের দুর্ভোগ অনেকটাই কমবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় ২১২টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। তারমধ্যে ১২০টি বাংলা সহায়তা কেন্দ্র আধার কার্ড তৈরির জন্য চিহ্নিত করা হয়েছে। তবে প্রথম পর্যায়ে ৪৪টি বিএসকে(বাংলা সহায়তা কেন্দ্র) আধার তৈরির অনুমোদন পেয়েছে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, প্রথম পর্যায়ে জেলার ২২টি ব্লক, তিনটি পুরসভা, তিনটি মহকুমা শাসকের কার্যালয় ও জেলাশাসকের কার্যালয় নিয়ন্ত্রিত বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে আধার কার্ড তৈরির কাজ হবে। জেলার এমন ২৯টি বাংলা সহায়তা কেন্দ্রে এজন্য নানা যন্ত্র সরবরাহ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই জেলার ২৯টি বিএসকেতে আধার কার্ড তৈরির নানা সরঞ্জাম পাঠানো হয়েছে। বাঁকুড়ার বাংলা সহায়তা কেন্দ্রের এক ডেটা এন্ট্রি অপারেটর বলেন, আমরা এদিনই কম্পিউটার, আইরিস স্ক্যানার, ফোকাস লাইট, ওয়েব ক্যামেরা, জিপিএস ডিভাইস সহ নানা যন্ত্র পেয়েছি। নির্দেশ পেলে কাজ শুরু করব। বিডিও অফিস চত্বরে আমাদের কেন্দ্রেটি হওয়ায় এমনিতেই অনেকে আসেন। আধার সংক্রান্ত কাজকর্ম শুরু হলে ভিড় বাড়বে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় পর্যায়ে জেলার ৭৬টি বাংলা সহায়তা কেন্দ্রেও আধার কার্ড তৈরির যন্ত্র আসবে। কিন্তু, তার আগে ডেটা এন্ট্রি অপারেটরদের পরীক্ষায় বসতে হবে। সেই কাজ শেষ হলে পরের ধাপ হবে। তবে কবে থেকে বাংলা সহায়তা কেন্দ্রে আধার কার্ড তৈরির কাজ হবে তা এখনও প্রশাসন জানায়নি।
উল্লেখ্য, বর্তমানে আধার কার্ড সংক্রান্ত কাজ কয়েকটি প্রতিষ্ঠান থেকে হচ্ছে। সেখানে ভিড় হওয়ায় বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এবার সেইসব প্রতিষ্ঠানের সঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রেও ওই কাজ হওয়ায় অনেকটাই সুরাহা হবে বলে মনে করছেন আধিকারিকরা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল দীপক মণ্ডল বলেন, বাংলা সহায়তা কেন্দ্র থেকে বিভিন্ন প্রকল্পে উপভোক্তারা বিনামূল্যেই পরিষেবা পান। আধার কার্ড সংক্রান্ত কাজেও সরকারি ফি বাদে পরিষেবা নিখরচাতেই পাওয়া যাবে। রাজ্যের পরবর্তী নির্দেশ অনুযায়ী জেলায় আধার কার্ড সংক্রান্ত কাজকর্ম বিএসকেতে শুরু হবে।
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা