দক্ষিণবঙ্গ

কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক ইস্যুতে দুই মেদিনীপুরে বিক্ষোভ-মিছিল

নিজস্ব প্রতিনিধি, তমলুক, মেদিনীপুরও সংবাদদাতা, ঘাটাল: কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক দাবিতে শনিবার দুই মেদিনীপুর জেলাজুড়ে বিক্ষোভ মিছিল করল তৃণমূল। এদিন তমলুক শহরে ১৫টি ওয়ার্ডে মিছিল হয়। পুরসভার ১৬নম্বর ওয়ার্ডে মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক সৌমেন মহাপাত্র এবং শহর সভাপতি চঞ্চল খাঁড়া। কাঁথি শহরেও বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল হয়। ৫নম্বর ওয়ার্ডে মিছিলে নেতৃত্ব দেন শহর সভাপতি হরিসাধন দাসঅধিকারী, কাউন্সিলার দেবাশিস পাহাড়ী সহ আরও অনেকে।
বিধানসভায় তফসিলি বিধায়কদের অপমানের প্রতিবাদে বিকেলে তমলুক শহরে হাসপাতাল মোড়ে তৃণমূলের এসসি, এসটি এবং ওবিসি সেলের উদ্যোগে সভা হয়। সেখানে সৌমেনবাবু ছাড়াও বিধায়ক তিলক চক্রবর্তী, পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় ছিলেন। এছাড়াও দলের জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারপার্সন চিত্তরঞ্জন মাইতি, ওবিসি সেলের জেলা সভানেত্রী তৃপ্তি বর্মণ খাঁড়া প্রমুখ ছিলেন। গোটা শহর থেকে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। 
বিজেপি বিধায়কদের জাতীয় সংগীতের অবমাননার বিরুদ্ধে মেদিনীপুর শহরেও এদিন প্রতিবাদ মিছিল করে তৃণমূল। এদিন শহরের নান্নুরচকের জেলা পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে গান্ধীমূর্তির পাদদেশে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা সভাপতি সুজয় হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাত, সহ সভাপতি নির্মল ঘোষ প্রমুখ। জেলা সভাপতি বলেন,  বিজেপির কারণে আজ সারা দেশের গণতন্ত্র বিপন্ন। রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা যেভাবে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন, আদিবাসী সমাজকে ‘অপবিত্র’ বলে কলুষিত করেছেন, তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদসভা। 
এদিন ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে তৃণমূলের প্রতিবাদ সভা হয়। বক্তব্য রাখেন বিধায়ক হুমায়ুন কবির, শিউলি সাহা, অরূপ রায় প্রমুখ। বিধায়করা কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বলেন, এই সরকারটা একের পর এক জনবিরোধী পদক্ষেপ নিয়ে গোটা দেশটাকে বেচে দিচ্ছে। মানুষকে নানা ভাবে ধোঁকা দিচ্ছে। এর জবাব মানুষ ২০২৪ সালের ভোটেই দেবে। শনিবার ঘটালে তৃণমূলের প্রতিবাদ সভা।-নিজস্ব চিত্র
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা