দক্ষিণবঙ্গ

লালগোলায় হিন্দু শ্রমিকের পারলৌকিক কাজের ব্যবস্থা করলেন মুসলিম যুবকরা

সংবাদদাতা, লালবাগ: ১৭ নভেম্বর মৃত্যু হয় ইটভাটার শ্রমিক বছর পঁয়ত্রিশের ভূষণ মণ্ডল। গ্রামবাসীদের সাহায্যে মৃতদেহ সৎকার করা হয়। আর্থিক সঙ্গতি না থাকায় পারলৌকিক কাজ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল মৃতের পরিবার। বিষয়টি জানার পরেই এগিয়ে আসেন গ্রামের কয়েকজন মুসলিম যুবক। তাঁরাই পুরোহিত ডেকে মঙ্গলবার পারলৌকিক কাজ শেষ করেন। সেই সঙ্গে বুধবার ওই বাড়িতে সকাল থেকে দিনভর হাজির থেকে মৃতের আত্মীয়-পরিজন, গ্রামবাসী সব মিলিয়ে দুই শতাধিক নিমন্ত্রিত মানুষকে পাত পেড়ে খাওয়ানোর ব্যবস্থা করেন। দুঃস্থ হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করলেন লালগোলার বিরামপুরের মুসলিম যুবকরা। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার বিরামপুর চাঁইপাড়ার ভূষণ মণ্ডল গত কয়েক বছর ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। গত ১৭ নভেম্বর প্রচণ্ড পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন তিনি মারা যান। দুই নাবালক পুত্র নিয়ে ভূষণবাবুর স্ত্রী অসহায় হয়ে পড়েন। মৃতদেহ সৎকারের টাকা ছিল না। গ্রামবাসীরা চাঁদা তুলে সৎকার করেন। মৃত্যুর পাঁচদিন পর মৃতের স্ত্রী পূর্ণিমা মণ্ডল বিরামপুরের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক ইমরান খানকে ফোন করে সাহায্যের আবেদন জানান। এরপরেই ইমরান খান, মাসুদ আলি, কারান আলিরা মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে সাহায্যের আশ্বাস দেন। শ্রাদ্ধশান্তির সব ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন। ইমরান বলেন, পুরোহিত ঠিক করা হয়েছে। শ্রাদ্ধানুষ্ঠানের ও খাওয়ানোর ব্যবস্থা করা হবে। ওই পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। পূর্ণিমা মণ্ডল বলেন, স্বামীর রোজগারে কোনওমতে শাক-ভাত জুটত। সঞ্চয় বলে কিছু ছিল না। স্বামীর পারলৌকিক কাজ কী করে হবে, তা নিয়ে খুব চিন্তায় ছিলাম। গ্রামের একজনের কাছ থেকে ফোন নম্বর নিয়ে ইমরানদাকে ফোন করি। তিনি সমস্তটা শোনার পরে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা